ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রোল বল বিশ^কাপ সেমিতে বাংলাদেশ পুরুষ দল

প্রকাশিত: ০৬:০৫, ২২ ফেব্রুয়ারি ২০১৭

রোল বল বিশ^কাপ সেমিতে বাংলাদেশ পুরুষ দল

স্পোর্টস রিপোর্টার ॥ মঙ্গলবার দিনটা আসলেই মঙ্গলময় ছিল হৃদয়দের জন্য। একইদিনে তাদের দু’দুটি সাফল্য। সেই সাফল্য নিজেদের ইতিহাসেরই সেরা সাফল্য। বলা হচ্ছে বাংলাদেশ জাতীয় পুরুষ রোল বল দলের কথা। রোল বল বিশ^কাপে এদিন তারা প্রিকোয়ার্টার এবং কোয়ার্টার ফাইনালের দুটি ম্যাচই জেতে। সেই সঙ্গে নাম লেখায় শেষ চারেÑঅর্থাৎ সেমিফাইনালে। সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ ইরান। কোয়ার্টার ফাইনালে ইরান ৬-২ গোলে হারিয়েছে পাকিস্তানকে। আগেরদিন আফ্রিকার দেশ সেনেগালের কাছে হেরে ঘরের মাঠের রোল বল বিশ্বকাপ থেকে হতাশার বিদায় নিয়েছিল বাংলাদেশ নারী দল। তবে মঙ্গলবার পুরুষদের প্রিকোয়ার্টার ফাইনালে মিরপুর ইনডোর স্টেডিয়ামে সেই নারী দলই সর্বক্ষণ উৎসাহিত করে যায় পুরুষ দলকে। তাদের সেই প্রচেষ্টা মাঠে মারা যায়নি। পুরুষদের প্রিকোয়ার্টার ফাইনালে বাংলাদেশ দল ১২-০ গোলে প্রতিপক্ষ চাইনিজ তাইপেকে হারিয়ে দেয়। এই বড় জয়ের মধ্য দিয়ে তারা নাম লেখায় কোয়ার্টার ফাইনালে। এ ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক দ্বীন হাসান হৃদয়। তিনি একাই করেন দলের অর্ধেক গোল, অর্থাৎ ৬ গোল (যদিও অফিসিয়ালরা তার নামে দিয়েছেন ৫ গোল!)। এদিন বিকেলেই বাংলাদেশ একই ভেন্যুতে খেলতে নামে কোয়ার্টার ফাইনালের ম্যাচ। সেই ম্যাচে প্রতিপক্ষ নেপাল দলকে তারা হারয় ৬-৩ গোলে। বাংলাদেশ প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়েছিল। দ্বিতীয়ার্ধে নেপাল আক্রমণাত্মক হয়ে খেলে ব্যবধান ৫-৩এ কমিয়ে আনে। তবে খেলা শেষ হওয়ার পূর্ব মুহূর্তে পেনাল্টি থেকে বাংলাদেশ আরেকটি গোল করে ব্যবধান ৬-৩ করে। বাংলাদেশের পক্ষে হৃদয় ৩টি, সোহাগ ২টি ও আরাফাত ১টি গোল করেন। ঢাকায় প্রথমবারের মতো আয়োজিত এই বিশ্বকাপে বাংলাদেশসহ ৪০ দেশ অংশ নেয়, যা এ যাবতকালের সর্ববৃহৎ আসর। এর মাধ্যমে নতুন ইতিহাস তৈরি হয় দেশের ক্রীড়াঙ্গনে। এর আগে এত সংখ্যক দেশের অংশগ্রহণে কোন খেলার আন্তর্জাতিক প্রতিযোগিতার আসর বসেনি বাংলাদেশে। পুরুষ ও মহিলা দল মিলিয়ে প্রায় ৬০০ খেলোয়াড় এ আসরে অংশ নেয়। এর মধ্যে মহিলা দল ২৭টি ও পুরুষ দল ৩৯টি। একমাত্র সেøাভানিয়াই কেবল মহিলা বিভাগে অংশ নেয়। বাকি সবগুলো দেশেরই পুরুষ ও মহিলা দল রয়েছে। অংশগ্রহণকারী দেশের মধ্যে এশিয়ার ১৭, আফ্রিকার ১১, ইউরোপের ৮, দক্ষিণ আমেরিকার ৩ ও অস্ট্রেলিয়ার একটি দেশ অংশ নেয়। এর আগে ২০১১ সালে ভারতে অনুষ্ঠিত প্রথম আসরে ডেনমার্ক, ২০১৩ সালে কেনিয়ায় দ্বিতীয় আসরে ভারত এবং ২০১৫ সালে ভারতে অনুষ্ঠিত তৃতীয় আসরে ভারত চ্যাম্পিয়ন হয়। বাংলাদেশ পুরুষ বিভাগে এ নিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপে অংশ নিচ্ছে। আর মহিলা দলের এটি দ্বিতীয়বারের মতো অংশগ্রহণ। ২০১৫ সালে সর্বশেষ ভারতের পুনেতে অনুষ্ঠিত বিশ্বকাপে বাংলাদেশ ৩৪ দেশের মধ্যে সপ্তম স্থান লাভ করে, যা এ পর্যন্ত তাদের সেরা সাফল্য।
×