ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা শেষ টি২০ আজ

অসিদের হোয়াইটওয়াশ করতে চায় লঙ্কানরা

প্রকাশিত: ০৬:০৪, ২২ ফেব্রুয়ারি ২০১৭

অসিদের হোয়াইটওয়াশ করতে চায় লঙ্কানরা

স্পোর্টস রিপোর্টার ॥ অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি২০ আজ। টানা দুই জয়ে আগেই ২-০তে সিরিজ নিশ্চিত করা লঙ্কানরা এবার স্বাগতিক অস্ট্রেলিয়াকে ‘হোয়াইটওয়াশ’ করতে চায়। দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট-ওয়ানডেতে ভরাডুবি হলেও টি২০ জিতেছিল শ্রীলঙ্কা। উপুল থারাঙ্গাদের সেই স্পিরিটই এখন দারুণ কাজে লাগছে। অবশ্য দুটি ম্যাচই ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। মেলবোর্নে শেষ বলে জয় ৫ উইকেটে, জিলংয়ের দ্বিতীয় টি২০তেও শেষ বলে চার হাঁকিয়ে অতিথিদের জয় এনে দেন অসেলা গুনারতেœ। নামে অস্ট্রেলিয়া হলেও এটি আসলে অস্ট্রেলিয়ার ছাঁয়া। স্টিভেন স্মিথের নেতৃত্বে প্রতিষ্ঠিত ও তারকা ক্রিকেটাররা এখন ভারত সফর করছে। ঘরের মাটিতে লঙ্কানদের বিপক্ষে তাই অসিদের নেতৃত্বে এ্যারন ফিঞ্চ। দলের বেশিরভাগ সদস্যই আনকোরা। তবু প্রথম দুটি ম্যাচে তারা দারুণ লড়াই করেছে। অতিথিদের হোয়াইটয়াশের স্বপ্ন ধূলিসাৎ করে স্বাগতিকরা জয় দিয়ে শেষ করতে চায়। ম্যাচটা শুরু হবে বাংলাদেশে সময় বিকেল পৌনে তিনটায়। প্রথম দুই টি২০তেই শেষ বলে জয় পায় সফরকারী শ্রীলঙ্কা। গুনারাতেœর দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্যেই জয়ের স্বাদ পায় তারা। দ্বিতীয় ম্যাচে একপ্রান্ত আগলে ৪৬ বলে ৮৪ রানের অপরাজিত এক ইনিংস খেলে একাই দলকে জয় এনে দেন তিনি। মূলত গুনারতেœর ঝলকেই লঙ্কানদের এই সাফল্য। সুযোগটা কাজে লাগাতে চাইছেন অধিনায়ক থারাঙ্গা, ‘অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশের লজ্জা দেয়ার দারুণ এক সুযোগ আমাদের সামনে। এই সুযোগটি কাজে লাগাতে চাই আমরা। দলের সবাই সিরিজের ফলাফল ৩-০ করতে চায়।’ অন্যদিকে লঙ্কানদের এমন স্বপ্ন নস্যাৎ করে হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে চায় অস্ট্রেলিয়া। এমনটাই বলেছেন অসি অধিনায়ক এ্যারন ফিঞ্চ, ‘প্রথম দুই ম্যাচে ভাগ্য আমাদের সঙ্গে ছিল না। জয়ের কাছে গিয়েও জিততে পারিনি। তবে তৃতীয় ম্যাচে জিততে চাই। জয় দিয়ে সিরিজ শেষ করে হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে চাই।’
×