ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পরিচ্ছন্নতাকর্মীর বদান্যতায়

প্রকাশিত: ০৫:৫৮, ২২ ফেব্রুয়ারি ২০১৭

পরিচ্ছন্নতাকর্মীর বদান্যতায়

চীনের লিয়াওনিং প্রদেশের শেনইয়াং এলাকার পরিচ্ছন্নতাকর্মী ঝাও ইয়ংজিউ (৫৬)। তিনি তার মাসিক আয়ের সিংহভাগ গত তিন দশক ধরে দরিদ্র শিশুদের লেখাপড়ার খরচ যোগাতে ব্যয় করেছেন। ঝাও প্রতিদিন ভোর সাড়ে চারটা বাড়ি থেকে বের হন এবং রাত নয়টায় বাড়িতে ফেরেন। তিনি মাসে সাড়ে তিন শ’ ডলার আয় করেন। এই অর্থ দিয়ে ভালভাবে জীবনযাপন করা সম্ভব নয়। কিন্তু ঝাও কোন রকমে খেয়ে পরে আয়ের অধিকাংশই দরিদ্র শিশুদের জন্য দান করেছেন যাতে তারা স্কুলে গিয়ে সঠিক শিক্ষা নিতে পারে। তিনি এই কাজ তিন দশক ধরে করে চলেছেন। যা থামিয়ে দেয়ার কোন পরিকল্পনা তার নেই। ঝাওয়ের হিসেবে, তিন দশকে তিনি ২৪ হাজার ৭৫০ ডলার দান করেছেন এবং এই অর্থে ৩৭ দরিদ্র শিশু লেখাপড়া করে মানুষের মতো মানুষ হয়েছে। শিশুদের জন্য আরও কিছু করা দরকারÑ এমনটি ভেবে ঝাও তার একমাত্র সম্পত্তি বিক্রি করে দিয়ে এক রুম বিশিষ্ট ভাড়ার এ্যাপার্টমেন্টে ওঠেন। তিনি জানান, ১৯৭৬ সালে তিনি তার বাবাকে হারান। তার মা খাবারের ব্যবস্থা করতে গিয়ে হিমশিম খেয়েছিলেন। কিন্তু তাদের প্রতিবেশীদের সহায়তায় কঠিন দিনগুলো তারা পেরিয়ে গিয়েছিলেন। প্রতিবেশীদের উদারতা থেকে শিক্ষা নিয়ে ঝাও প্রতিজ্ঞা করেন, তিনি তার জীবন মানুষের কল্যাণে উৎসর্গ করবেন। ঝাওয়ের বদান্যতা চীনে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের মনকে ব্যাপকভাবে নাড়া দিয়েছে এবং কেউ কেউ তাকে প্রকৃত হিরো বলে অভিহিত করেছেন। -সাংহাই ডেইলি
×