ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে খাস্তগীর স্কুল মোড়ে মুক্তিযুদ্ধ ও ইতিহাস ঐতিহ্যের ম্যুরাল উদ্বোধন

প্রকাশিত: ০৫:৫৮, ২২ ফেব্রুয়ারি ২০১৭

চট্টগ্রামে খাস্তগীর স্কুল  মোড়ে মুক্তিযুদ্ধ ও ইতিহাস ঐতিহ্যের ম্যুরাল উদ্বোধন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম মহানগরীর জামালখান সড়কে ডাঃ খাস্তগীর উচ্চ বিদ্যালয়ের দেয়ালে গড়ে তোলা হয়েছে মুক্তিযুদ্ধ এবং দেশের ইতিহাস ঐতিহ্যনির্ভর ম্যুরাল। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এ ম্যুরাল উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, সত্যিকারার্থেই চট্টগ্রামবাসীকে একটি গ্রীন ও ক্লিন সিটি উপহার দিতে চাই। সেজন্য জনগণকেও সচেতন ও দায়িত্ববান হতে হবে। খাস্তগীর মোড়ের এ ম্যুরাল উন্মুক্ত হওয়ার পর নান্দনিকতায় উদ্ভাসিত হয় ওই এলাকা। একুশে ফেব্রুয়ারির দিনটিকে বেছে নেয়া হয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের জন্য। উদ্বোধনের পরই তা সেখানে শিক্ষার্থী এবং সাধারণ মানুষের দৃষ্টি কাড়ে। ক্ষণিকের জন্য হলেও থমকে দাঁড়াচ্ছেন পথচারীরা। কেননা, এ প্রাচীর দীর্ঘদিন ধরে ছিল পোস্টার ও নানা ধরনের দেয়াল লিখনে ভরা। সিটি কর্পোরেশনের গ্রীন ও ক্লিন সিটি বাস্তবায়ন কার্যক্রমের ধারাবাহিকতায় দৃষ্টিনন্দন রূপ লাভ করল নগরীর এই মোড়। এতে উঠে এসেছে বাঙালীর মুক্তিযুদ্ধ, সংগ্রাম, সংস্কৃতি তথা ইতিহাস ও ঐতিহ্য। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দৈনিক আজাদী সম্পাদক এমএ মালেক। উপস্থিত ছিলেনÑ চট্টগ্রামের জেলা প্রশাসক সামসুল আরেফিন, প্যানেল মেয়র হাসান মাহমুদ হাসনী, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন, কাউন্সিলর গিয়াস উদ্দিন, মোঃ জাবেদ, আবিদা আজাদ, আঞ্জুমান আরা, চসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা ড. মোহাম্মদ মুস্তাফিজুর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব।
×