ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নড়াইলে এবারও লাখো প্রদীপ জ্বেলে ভাষা শহীদদের স্মরণ

প্রকাশিত: ০৫:৫৭, ২২ ফেব্রুয়ারি ২০১৭

নড়াইলে এবারও লাখো প্রদীপ জ্বেলে ভাষা শহীদদের স্মরণ

নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ২১ ফেব্রুয়ারি ॥ “আমার ভায়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি”...। ‘অন্ধকার থেকে মুক্ত করুক একুশের আলো’ এই স্লোগানকে সামনে রেখে লাখো দীপশিখা প্রজ্বালনের মধ্য দিয়ে নড়াইলবাসী স্মরণ করলেন বায়ান্নোর ভাষা শহীদদের। এ এক চোখ ধাঁধানো আয়োজন। একটি দুটি নয়, ১ লাখ মোমবাতি জ্বেলে নড়াইলবাসী স্মরণ করলেন একুশের অমর ভাষা শহীদদের। নড়াইল ভিক্টোরিয়া কলেজের কুড়িরডোপ মাঠে প্রতিবছর আয়োজন করে একুশ উদযাপন পর্ষদ। মঙ্গলবার সন্ধ্যায় সূর্যাস্তের সঙ্গে সঙ্গে প্রজ্বালন শুরু হয় লাখো মোমবাতির। অন্ধকার ছাপিয়ে বাহারি ডিজাইনের আলোয় আলোকিত হয়ে যায় বিশাল মাঠ। শহীদ মিনার,জাতীয় স্মৃতিসৌধ, জাতীয় ফুল শাপলা, বাংলা বর্ণমালা আল্পনাসহ বিভিন্ন ঐতিহ্য তুলে ধরা হয়েছে মোমবাতি প্রজ্বালনের মধ্য দিয়ে। এ সময় মঞ্চে “আমার ভায়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি” এই গান দিয়ে শুরু হয় সম্মিলিত সাংস্কৃতিক জোটের পরিবেশনা গণসঙ্গীত ও কবিতা। সম্মিলিত সাংস্কৃতিক জোটের শিল্পীবৃন্দ গণসঙ্গীত, রবীন্দ্র সঙ্গীত ও দেশাত্মবোধক গানের মাধ্যমে এলাকাটি আরও মোহিত করে তোলেন। এ অনুষ্ঠানে হাজার হাজার মানুষ দীপশিখা প্রজ্বলনে অংশগ্রহণ এবং একুশকে স্মরণ করে। সন্ধ্যায় মোমবাতির আলো জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলার সূর্যসন্তান বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের স্ত্রী বেগম ফজিলাতুন্নেছা ও ভাষাসৈনিক রিজিয়া খাতুন। এ সময় উপস্থিত ছিলেন একুশ উদ্্যাপন পর্ষদের আহব্বায়ক প্রফেসর মুন্সি মোঃ হাফিজুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন বিশ্বাস, নড়াইলের জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম পিপিএম, একুশ উদ্্যাপন পর্ষদের সদস্য সচিব কচি খন্দকার, পৌরসভার মেয়র মোঃ জাহাঙ্গীর হোসেন বিশ্বাস। অনুষ্ঠানটি পরিচালনা করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শরফুল আলম লিটু।
×