ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

সিলেটে ১০ দিনের বেঙ্গল সংস্কৃতি উৎসব আজ শুরু

প্রকাশিত: ০৫:৫৪, ২২ ফেব্রুয়ারি ২০১৭

 সিলেটে ১০ দিনের বেঙ্গল সংস্কৃতি উৎসব আজ শুরু

স্টাফ রিপোর্টার সিলেট অফিস ॥ ‘মানবিকতার সাধনায় বেঙ্গল সংস্কৃতি উৎসব’ সেøাগানে সিলেটের আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে আজ বুধবার থেকে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব। তরুণ প্রজন্মকে সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে নিজেদের মানবিকতার বিকাশ সাধনের লক্ষ্যেই বেঙ্গল ফাউন্ডেশন দেশের বিভিন্ন অঞ্চলে এ ধরনের আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে। রাজধানীর বাইরে সিলেটেই তারা এই প্রথম এমন আয়োজন করেছেন। সাংস্কৃতিক উৎসবে ২৪, ২৫ ও ২৬ ফেব্রুয়ারি কালি ও কলমের আয়োজনে অনুষ্ঠিত হবে ৩ দিনের সাহিত্য সম্মেলন। এ সম্মেলনে বাংলাদেশ ও ভারতের বিখ্যাত সব কবি সাহিত্যিকের সমাগম ঘটবে। উৎসবের উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল আব্দুল নাসের চৌধুরী প্রমুখ। বেঙ্গলের উদ্যোগে বিতরণ করা হচ্ছে বিনামূল্যে প্রবেশপত্র। ‘আলো-আঁধারীর গল্প দ্বিতীয় পর্ব’ প্রদর্শনী বিশ্বসাহিত্য কেন্দ্রে ॥ গ্যালারিতে প্রবেশ করেই চোখে পড়বে কেন্দ্রীয় শহীদ মিনার, ভয়ার্ত চাহনির চোখ, সমুদ্র সৈকত, ঝর্ণা, পাহাড়ী এলাকার দৃশ্যসহ বেশ কিছু প্রকৃতির বিচিত্র রূপবৈচিত্র্যের ছবি। অন্য গ্যালারিতে শোভা পাচ্ছে চাঁদ এবং সূর্যাস্তের ছবি। সব আলোকচিত্র নিয়ে বিশ্বসাহিত্য কেন্দ্রের গ্যালারিতে মঙ্গলবার থেকে শুরু হয়েছে ‘আলো-আঁধারীর গল্প দ্বিতীয় পর্ব’ শীর্ষক প্রদর্শনী। মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি উৎসর্গীকৃত চার দিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করেছে আলো-আঁধারীর গল্প। বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অভিনেতা আহসান হাবিব। বিশেষ অতিথি ছিলেন অভিনেত্রী বন্যা মির্জা ও পেপার ওয়ার্ল্ডের চেয়ারম্যান খোরশেদ আলম। গত বছরের ডিসেম্বর মাসের ১ তারিখ থেকে ৫ তারিখ পর্যন্ত বাংলাদেশের আলোকচিত্রীদের কাছ থেকে ছবি আহ্বান করা হয়। এতে দুই হাজার আলোকচিত্রীর ছবি থেকে বাছাই করে ৬১ জনের মোট ৬০টি ছবি নিয়ে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনীতে অংশগ্রহণকারী আলোকচিত্রীদের ৫ জনকে পুরস্কার দেয়ার ঘোষণা করা হয়। এর মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থান অধিকার করেন যথাক্রমে জুবের আহমেদ সাহেল, রিফাত ইকবাল, আসাদুজ্জামান রাসেল, মুহাইমিনুল ইসলাম শ্রাবণ ও নাফেজ মাহতাব। প্রদর্শনী চলবে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত এবং প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১১তম কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসব শুরু ॥ বর্ণাঢ্য আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১১তম কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসব শুরু হয় মঙ্গলবার সন্ধ্যায়। টিএসসি মিলনায়তনে সপ্তাহব্যাপী এ নাট্যোৎসবের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ। উৎসবের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ কামাল উদ্দীন ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থিয়েটার এ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান সুদীপ চক্রবর্তী। উদ্বোধনী আলোচনার পর সুমাইয়া মনির রচনা ও নির্দেশনায় মঞ্চস্থ হয় নাটক ‘অভিনেত্রীর এক সাদা রাত্রি’। ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৭টায় নাটক মঞ্চায়ন হবে। আজ বুধবার মঞ্চায়ন হবে ফরিদ কামিলের রচনা, পরাগ চৌধুরীর অনুবাদ, তন্ময় পালের নির্দেশনায় নাটক ‘জেরা’ ও স্টিফেন বিনের রচনা, রণি দাসের অনুবাদ ও নির্দেশনায় নাটক ‘শূন্যে একটি ছোট্ট বাক্সো। শেষ হলো সম্মিলিত সাংস্কৃতিক জোটের একুশের অনুষ্ঠানমালা ॥ সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত অমর একুশে অনুষ্ঠানমালার মঙ্গলবার ছিল শেষ দিন। ‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই’ মর্মবাণীতে কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হওয়া দুই সপ্তাহব্যাপী এ আয়োজনটির শেষ হয় ধানম-ির রবীন্দ্র সরোবরে। এদিন বিকেল থেকে রাত অবধি বিভিন্ন সংগঠন পরিবেশন করে দলীয় ও একক আবৃত্তি, সঙ্গীত, নৃত্য ও পথনাটক।
×