ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আগুনে রংধনু

প্রকাশিত: ০৫:৪৯, ২২ ফেব্রুয়ারি ২০১৭

আগুনে রংধনু

বহু রঙে রঙিন বিরল ‘আগুনে রংধনু’র দেখা মিলেছে সিঙ্গাপুরের আকাশে। সোমবার বিকেলে রংধনুটি ১৫ মিনিট ধরে সিঙ্গাপুরের আকাশে ছিল। পুরো সিঙ্গাপুর দ্বীপ থেকে রংধনুটি দেখা গেছে বলে জানিয়েছে বিবিসি। এতে আনন্দে বিমোহিত হন সিঙ্গাপুরবাসী। গণমাধ্যমগুলো প্রতিবেদনে বলা হয়েছে, মেঘের বরফের ক্রিস্টালের ভিতর দিয়ে সূর্যের আলো প্রতিসারিত হলে এ ধরনের রংধনু দেখা দেয়। তবে অনেকে বলেছেন, সাবানের বুদবুদ, প্রজাপতির ডানা কিংবা পানির ফোঁটার মধ্যে যে ধরনের রঙের খেলা দেখা যায় এটা সে ধরনের বিষয়ও হতে পারে। একটি চাইল্ড কেয়ার সেন্টারে কাজ করা ফাজিদাহ মোখতার বিবিসিকে জানিয়েছেন, তিনি সোমবার বিকেলে ৫টা ১০ মিনিটের দিকে রংধনুর ছবিগুলো তুলেছেন। তিনি বলেন, ছোট একটি কমলা রঙের বৃত্ত দিয়ে এর শুরু, এরপর এটি বড় হতে শুরু করে আর অন্যান্য রং দেখা দিতে শুরু করে। প্রায় ১৫ মিনিট ধরে রঙের এই খেলা চলে, এরপর আস্তে আস্তে এটি মিলিয়ে যায়। স্কুলের সব শিশু, কিছু অভিভাবক ও অন্য কর্মীরাও এটি দেখে আনন্দ পেয়েছেন। খুব সুন্দর ও অসাধারণ এই রংধনুটিকে দেখা খুবই বিরল একটি ঘটনা বলে মন্তব্য করছিলেন তারা। ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে রংধনুটির ছবি আপলোড করে অনেকে মজার মজার মন্তব্যও জুড়ে দিয়েছেন। -বিবিসি
×