ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মেলবোর্নে বিপণি বিতানে চার্টার বিমান বিধ্বস্ত, নিহত ৫

প্রকাশিত: ০৫:৪৬, ২২ ফেব্রুয়ারি ২০১৭

মেলবোর্নে বিপণি বিতানে চার্টার বিমান বিধ্বস্ত, নিহত ৫

অস্ট্রেলিয়ার মেলবোর্নে একটি বিপণি বিতানে চার্টার বিমান বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছেন। নিহত পাঁচজনই ওই বিচক্রাফট বি২০০ কিং এয়ার উড়োজাহাজে ছিল। তারা সবাই তাসমানিয়ার কিং আইল্যান্ডের বাসিন্দা বলে জানিয়েছে বিবিসি। ভিক্টোরিয়া পুলিশের সহকারী কমিশনার স্টিফেন লিন জানান, স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৯টার দিকে এসেনডেন বিমানবন্দর থেকে ওড়ার কিছু সময় পরই আকস্মিকভাবে বিমানটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে এবং তা ওই বিপণি বিতানের উপর আছড়ে পড়ে। সেন্ট্রাল মেলবোর্নের ১৩ কিলোমিটার উত্তর পশ্চিমে এসেনডেন বিমানবন্দর সাধারণত হালকা যাত্রীবাহী উড়োজাহাজ ওঠানামার জন্য ব্যবহৃত হয়। স্টিফেন জানান, দুর্ঘটনার সময় বিপণি বিতানটি বন্ধ থাকায় হতাহতের সংখ্যা বাড়েনি। উড়োজাহাজটি আছড়ে পড়ে স্পটলাইট নামের একটি দোকানের ওয়্যারহাউসের। স্পটলাইটের একজন মুখপাত্র জানিয়েছেন, তাদের সব কর্মীই নিরাপদে আছেন। স্থানীয় চ্যানেল নাইনের ভিডিওতে ঘটনাস্থলে আগুন জ্বলতে ও ধ্বংসস্তূপ থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়।
×