ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

অস্থায়ী শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন

বেনাপোল নোম্যানসল্যান্ডে দুই বাংলার হাজারো ভাষাপ্রেমীর মিলনমেলা

প্রকাশিত: ০৫:৪৬, ২২ ফেব্রুয়ারি ২০১৭

বেনাপোল নোম্যানসল্যান্ডে দুই বাংলার হাজারো ভাষাপ্রেমীর মিলনমেলা

সাজেদ রহমান/আবুল হোসেন, বেনাপোল থেকে ॥ শুরুটা হয়েছিল ২০০২ সালে। যশোরের সীমান্ত শহর বেনাপোলের কিছু সংস্কৃতিকর্মী, রাজনৈতিক নেতাদের হাত ধরে। ভাষা শহীদদের স্মরণে ঐতিহাসিক সব গানের সঙ্গে গলা মেলাতেন কবি, সাহিত্যিক, ছাত্র, শিক্ষক, চাকরিজীবী সকলেই। ‘নোম্যানস ল্যান্ড’-এ তৈরি হতো এক আবেগময় মুহূর্ত। অস্থায়ী বেদি ফুলের মেলায় ভরিয়ে দিতেন ভাষাপ্রেমীরা। আজকের মতো এত মানুষ জড়ো না হলেও দুই বাংলার সেই বাঁধনহারা আবেগের কাছে হার মেনেছিল সীমান্তের কঠোর নিরাপত্তার চোখরাঙানি। বেনাপোলের ওপারে পেট্রাপোলের বাসিন্দা স্কুলশিক্ষক অনিমেষ পাল বলছেন, ১৫ বছর আগে ভাষা দিবস নিয়ে এখনকার মানুষ বিশেষ মাথা ঘামাতেন না। সীমান্তের অনুষ্ঠান শুরু হওয়ার পর থেকেই ভাষা নিয়ে বেশি করে আবেগ এখানকার মানুষের মধ্যে তৈরি হয়েছে। ’৫২-এর ভাষা আন্দোলন নিয়ে চর্চাও বেড়েছে। পত্রিকায় বিশেষ লেখা প্রকাশ ও আলোচনা সভার মাধ্যমে মানুষের আগ্রহ বেড়েছে, যা আজ সত্যিকারের ভাষা স্মরণের অনুষ্ঠানে পরিণত হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষার টানে মঙ্গলবার সকালে দুই বাংলার হাজার হাজার বাংলা ভাষাপ্রেমী মানুষ মিলেমিশে একাকার হয়ে যায় বেনাপোল চেকপোস্ট নোম্যানস ল্যান্ড এলাকায়। ভৌগোলিক সীমারেখা ভুলে কেবলমাত্র ভাষার টানে মঙ্গলবার সকালে সীমান্তের কাঁটাতারের বেড়া উপেক্ষা করে দলে দলে মানুষ যোগ দেন একুশের মিলনমেলায়। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি’- এই সেøাগান নিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধায় মাথানত করতে বাংলাদেশের বাঙালীদের সঙ্গে মিলিত হয়েছিলেন পশ্চিমবঙ্গের বাঙালীরাও। দুই বাংলার মানুষ, রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়িক ও সংস্কৃতিক দল এবং সরকারের প্রতিনিধিরাও বেনাপোল-পেট্রাপোল সীমান্তের নোম্যানস ল্যান্ডে অস্থায়ী শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বেনাপোল পৌরসভা ও বনগাঁ পৌরসভা এ মিলনমেলার আয়োজন করে। নোম্যানস ল্যান্ডে নির্র্মিত অস্থায়ী শহীদ বেদিতে সকাল সাড়ে ৯টায় প্রথম ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেনÑ যশোর জেলা আ’লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, যুগ্ম-সম্পাদক আব্দুল মজিদ, বেনাপোল কাস্টমস কমিশনার শওকত হোসেন, জেলা প্রশাসক ড. হুমায়ন কবীর, যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন, জেলা পুলিশ সুপার আনিসুর রহমান, বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান ও ইমিগ্রেশন ওসি ইকবাল হাসান। ওপার বাংলার পক্ষে উপস্থিত ছিলেনÑ পশ্চিমবঙ্গের খাদ্য ও সরবরাহমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, তথ্যপ্রযুক্তি ও দফতরমন্ত্রী ব্রাত্য বসু, বনগাঁ লোকসভার সাংসদ মমতা ঠাকুর, বনগাঁ উত্তর বিধানসভার বিধায়ক বিশ্বজিৎ দাস, বনগাঁ দক্ষিণ বিধানসভার বিধায়ক সুরজিৎ কুমার বিশ্বাস। উপস্থিত ছিলেনÑ পশ্চিম বাংলার কবি ও সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, পশ্চিম বাংলার বিখ্যাত লোকসঙ্গীতশিল্পী দোহার, অর্পিতা চক্রবর্তী ও অর্পণ চক্রবর্তী। এছাড়া বাংলাদেশের বিখ্যাত কবি আসাদ চৌধুরী, স্বাধীন বাংলা বেতারের শিল্পী রথীন্দ্রনাথ রায় ও খুরশীদ আলম এবং নাট্যকার ও আবৃত্তিকার জয়ন্ত চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন। সকাল সাড়ে ৯টার সময় বেনাপোল-পেট্রাপোল নোম্যানস ল্যান্ডে অস্থায়ী শহীদ বেদিতে ফুল দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন। উভয় দেশের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠন স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয় এ অনুষ্ঠানে। তারা একই মঞ্চে গাইলেন ভাষা শহীদদের স্মরণে বাংলার জয়গান। নেতারা শ্রদ্ধা জানাতে হাতে হাত রেখে উর্ধে তুলে ধরলেন বাংলা ভাষাকে। মহান শহীদ দিবস উপলক্ষে বেনাপোল চেকপোস্ট নোম্যানস ল্যান্ডে এভাবেই কাটালেন দুই বাংলার ‘বাংলা ভাষাভাষী’ মানুষ। একই আকাশ-একই বাতাস, দুই বাংলার মানুষের ভাষা এক। ‘আমরা বাংলা ভাষায় কথা বলি বলে বাংলাদেশের মানুষের জন্য আমাদের প্রাণ কাঁদে। তাই তো বারবার ছুটে আসি দুই দেশের বাংলাভাষী মানুষের পাশে।’ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে যৌথভাবে দু’দেশের জাতীয় পতাকা উড়িয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রতিবারের ন্যায় এবারও দিবসটি পালন করছে দুই বাংলার মানুষ। দুই দেশের সীমান্ত এলাকাসহ নানা রঙের ফেস্টুন, ব্যানার, প্ল্যাকার্ড আর ফুল দিয়ে বর্ণিল সাজে সাজানো হয় নোম্যানস ল্যান্ড এলাকা। ভাষার টানে বাঙালীর বাঁধনহারা আবেগের কাছে মিলেমিশে একাকার হয়ে যায় দু’বাংলার মানুষ। দু’দেশের সীমান্তরেখা ভুলে নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে ভাষাপ্রেমীরা ছুটে এসে একে অপরকে বুকে জড়িয়ে ধরে আবেগাপ্লুত হয়ে পড়ে। ফুলের পাপড়ি ছিটিয়ে, মিষ্টি বিতরণ করে উভয়কে বরণ করে নেয়া হয়। ফুলের মালা ও জাতীয় পতাকা বিনিময় করে উভয় দেশের আবেগপ্রবণ অনেক মানুষ। ক্ষণিকের জন্য হলেও স্তব্ধ হয়ে যায় আন্তর্জাতিক সীমারেখা। ভাষা দিবসের মিলনমেলায় বিজিবি বিএসএফকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। এরপর দু’দেশের জাতীয় পতাকা উড়িয়ে হাজার হাজার ভাষাপ্রেমী মানুষ দিবসটি উদ্যাপন করে যৌথভাবে। এ সময় ভাষার টানে বাঙালির বাঁধনহারা আবেগের কাছে মিলেমিশে একাকার হয়ে যায় দুই বাংলার মানুষ। এর মধ্যদিয়ে বোঝা গেল রফিক, শফিক, বরকত ও সালামের তরতাজা রক্ত বৃথা যায়নি। ভাষার আকর্ষণ ও বাঙালীর নাড়ির টান যে কতটা আবেগ ও প্রীতিময় হতে পারে তা বুঝিয়ে দিল মহান একুশে ফেব্রুয়ারি। সমগ্র অনুষ্ঠানে নেয়া হয় নজিরবিহীন নিরাপত্তা। সীমান্ত টপকে যাতে কেউ অবৈধভাবে প্রবেশ করতে না পারে সেজন্য বিজিবি ও বিএসএফ ছিল সর্বদা সতর্কাবস্থায়। অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয় দুই সীমান্তে। দুই বাংলার নামীদামী শিল্পীদের মধ্যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রথীন্দ্রনাথ রায় ও খুরশীদ আলম এবং নাট্যকার ও আবৃত্তিকার জয়ন্ত চট্টোপাধ্যায় উপস্থিত থেকে একুশের সঙ্গীত পরিবেশন ও আবৃত্তি করেন। অপরদিকে বাংলাদেশের আয়োজক কমিটির প্রধান বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন বলেন, আমরা ২১ ফেব্রুয়ারি, ২৬ মার্চ, ১৬ ডিসেম্বর এবং বাঙালীর ঐতিহ্য পহেলা বৈশাখও একসঙ্গে উদ্যাপন করব। তাতে আমাদের সবার ভালবাসা সৌহার্দ্র এবং আতিথেয়তা বাড়বে। পরে চেকপোস্টের নোম্যানস ল্যান্ডে অনুষ্ঠিত হয় দুই বাংলার মানুষের একুশের কবিতা আবৃত্তি, ছড়া, নাটক, আলোচনা ও সঙ্গীতানুষ্ঠান। অনুষ্ঠানে ওপার বাংলার শিল্পী সুস্মিতা রায় সঙ্গীত পরিবেশন করেন এবং এপারে বাংলাদেশের সঙ্গীত পরিবেশন করেন প্রখ্যাত শিল্পী খুরশীদ আলম, রথীন্দ্রনাথ রায় প্রমুখ। ভারতের পশ্চিমবঙ্গের একুশ উদ্যাপন কমিটির সভাপতি জানান, একুশ যেমন দুঃখের দিন তেমনি গর্বেরও। দু’বাংলার মানুষের মিলনমেলার মধ্য দিয়ে দু’দেশের বন্ধুত্ব আরও সুদৃঢ় হবে। আমরা এসেছি অন্তরের টানে। দু’দেশের এ মিলনমেলায় আসা ভারতীয় বিশিষ্ট সঙ্গীতশিল্পী প্রমিলা বলেন, আমি এ সীমান্তে আন্তর্জাতিক ভাষা পালনের জন্য এসেছি। ভাষার টানে বাঙালী জাতির নাড়ির টানে এসেছি এখানে। ভাষার জন্য আন্দোলন করে আত্মাহুতি দেয়া পৃথিবীতে নজিরবিহীন। এবার একুশ উদ্যাপনে দুই বাংলার মানুষ রক্তদান কর্মসূচীতে রক্ত দিয়েছে। রক্তদান কর্মসূচী উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের খাদ্য ও সরবরাহমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ভাষাপ্রেমীরা এবং বেনাপোল পৌর মেয়র আন্তর্জাতিক ভাষা দিবসের রক্তদান কর্মসূচীতে ঘোষণা দেন, ভারতের রক্ত বাংলাদেশের রোগীদের জন্য এবং বাংলাদেশের রক্ত ভারতের রোগীদের জন্য নিয়ে যাওয়া হবে। এ সময় ভাষাপ্রেমীদের চোখ অশ্রুসিক্ত হয়ে পড়ে। স্টাফ রিপোর্টার, দিনাজপুর থেকে জানান, ভৌগোলিক সীমারেখা ভুলে ভাষার টানে দিনাজপুরের হিলি সীমান্তে উদযাপিত হলো ভারত-বাংলাদেশের যৌথ আয়োজনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মঙ্গলবার বেলা ১১টায় জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার। হাকিমপুর মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ও আলোকিত সীমান্ত পত্রিকা এবং ভারতের দক্ষিণ দিনাজপুরের উজ্জীবিত সোসাইটির যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ভৌগোলিক সীমারেখা ভুলে কেবল ভাষার টানে যোগ দেয় ভারতের একটি প্রতিনিধি দল। ভারতের প্রতিনিধি দলকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। হিলি সীমান্তের শূন্য রেখায় আয়োজিত মঞ্চে ভাষা আন্দোলন এবং ভাষা শহীদদের স্মৃতিচারণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন অতিথিরা। সেখানে দুই বাংলার শিল্পীরা একক ও দলীয় সঙ্গীত, নৃত্য ও কবিতা পরিবেশন করে। নিজস্ব সংবাদদাতা ফেনী থেকে জানান, আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস মঙ্গলবার দুপুরে ফেনীর ছাগলনাইয়া থানার ছাগলনাইয়া- শ্রীনগর সীমান্তহাটে বাংলাদেশ-ভারত যৌথভাবে দিবসটি পালন করেছে। এ উপলক্ষে দুপুর ১২টায় সীমান্তহাট যৌথ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে এবং দক্ষিণ ত্রিপুরা ও ফেনী জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরিন আক্তার, ফেনী জেলা প্রশাসক আমিন উল আহসান, পুলিশ সুপার মোঃ রেজাউল হকসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাগণ। ভারতের পক্ষে ছিলেন ত্রিপুরার জিতেন্দ্র চৌধুরী এমপি, রিতাকর, এমএলএ সাবরুম, দক্ষিণত্রিপুরার জেলা ম্যাজিস্ট্রেটসহ প্রশাসনিক কর্মকর্তাগণ।
×