ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৯৩ বছরে পা দিলেন মুগাবে

প্রকাশিত: ০৫:৪৫, ২২ ফেব্রুয়ারি ২০১৭

৯৩ বছরে পা দিলেন মুগাবে

পৃথিবীর সবচেয়ে বয়স্ক শাসক জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে মঙ্গলবার ৯৩ বছরে পা দিয়েছেন। স্বাস্থ্যের ভঙ্গুর ও দুর্বল অবস্থা সত্ত্বেও তিনি ক্ষমতায় থাকবেন বলে জানিয়েছেন। তার সমর্থকেরা রাষ্ট্রীয় গণমাধ্যম ব্যবহার করে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। খবর এএফপির। ১৯৮০ সালে জিম্বাবুয়ের স্বাধীনতা অর্জনের সময় মুগাবে ক্ষমতায় আসেন। নিরাপরাধ মানুষের ওপর নির্দয় দমন-পীড়ন, ভোট কারচুপি ও দেশের অর্থনীতিতে ধসের জন্য তার শাসনকালে ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়েছে। গত কয়েক বছরের বেশ কয়েকটি ঘটনা তার বয়স বৃদ্ধির বিষয়টিকে সামনে নিয়ে এসেছে। ২০১৫ সালের ফেব্রুয়ারিতে হারারে বিমানবন্দরে তার পড়ে যাওয়া সে রকম একটি ঘটনা। একই বছর সেপ্টেম্বরে সংসদে ভাষণ দেয়ার সময় দেখা যায় যে, তিনি অসতর্কভাবে এক মাস আগে যে ভাষণ দিয়েছিলেন তখনও তাই দিচ্ছেন। তার দল জানু-পিএফ আগামী বছরের নির্বাচনেও তাকেই প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে অনুমোদন দিয়েছে। তার স্ত্রী গ্রাসা মুগাবে শুক্রবার দাবি করেন, মুগাবে মারা যাওয়ার পরও সেই (মুগাবে) ভোটারদের পছন্দের তালিকায় শীর্ষে থাকবে। মুগাবে এখনও তার কোন উত্তরাধিকারের নাম ঘোষণা করেননি।
×