ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পাকিস্তানে এবার আদালত প্রাঙ্গণে সন্ত্রাসী হামলা ॥ নিহত ৭

প্রকাশিত: ০৫:৪৪, ২২ ফেব্রুয়ারি ২০১৭

পাকিস্তানে এবার আদালত প্রাঙ্গণে সন্ত্রাসী হামলা ॥ নিহত ৭

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের চরসাড্ডা জেলা আদালত প্রাঙ্গণে নিরাপত্তা বাহিনীর গুলিতে তিন আত্মঘাতী হামলাকারী নিহত হয়েছে। মঙ্গলবার জেলা নাজিম ফাহাদ খানের বরাতে দ্য ডন জানিয়েছে, ওই সন্ত্রাসীদের হামলায় অন্তত চারজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে এক আইনজীবী রয়েছেন বলে প্রাদেশিক সরকারের সূত্রগুলো জানিয়েছে। নিষিদ্ধ ঘোষিত জঙ্গীগোষ্ঠী জামাত উল আহরার হামলার দায় স্বীকার করেছে। অন্তত তিন হামলাকারী আদালত প্রাঙ্গণের প্রধান প্রবেশপথ দিয়ে ভেতরে ঢোকে। ভেতরে ঢুকেই তারা তিনটি হাতবোমা নিক্ষেপ করে গুলি শুরু করে। সঙ্গে সঙ্গেই আদালত প্রাঙ্গণে মোতায়েন পুলিশ ও নিরাপত্তা বাহিনী পাল্টা গুলি করে। গোলাগুলিতে প্রবেশপথেই এক বোমাবাজ নিহত হয়। দ্বিতীয়জন গুলিবিদ্ধ হয়ে আদালত প্রাঙ্গণেই ঢলে পড়ে এবং তৃতীয়জন নিজের কাছে থাকা বিস্ফোরকের বিস্ফোরণে মৃত্যুবরণ করে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ সময় অন্য হামলাকারীরা তাদের বিস্ফোরক ও অস্ত্রশস্ত্রসহ আদালত প্রাঙ্গণের বাইরে রাস্তায় পাশে শুয়েছিল। খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ার থেকে চরসাড্ডা প্রায় ৩০ কিলোমিটার দূরে। গত প্রায় এক দশক ধরে এলাকাটি সন্ত্রাসী হামলার লক্ষ্য হয়ে আছে। ঘটনার পরপরই পেশোয়ার থেকে চরসাড্ডার উদ্দেশে ১০টি এ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। গত ১০ দিনে পাকিস্তানজুড়ে চালানো সন্ত্রাসী হামলায় ১০০ জনেরও বেশি নিহত হয়েছেন। এসব হামলার প্রেক্ষিতে খাইবার পাখতুনখোয়াসহ পাকিস্তানজুড়ে উচ্চ সতর্কতা জারি আছে। উচ্চ নিরাপত্তা সতর্কতার মধ্যেই এ হামলার ঘটনা ঘটল। -ওয়েবসাইট
×