ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিনামূল্যে চিকিৎসা

প্রকাশিত: ০৫:০৪, ২২ ফেব্রুয়ারি ২০১৭

বিনামূল্যে চিকিৎসা

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ২১ ফেব্রুয়ারি ॥ ভাষাশহীদদের স্মরণে সখীপুর উপজেলায় অনুষ্ঠিত হলো ফ্রি কিডনি ও চক্ষু ক্যাম্প। মঙ্গলবার হাতিবান্ধা গ্রামে তালিমঘরে এ চিকিৎসাসেবার আয়োজন করে কিডনি এওয়ারনেস মনিটরিং এ্যান্ড প্রিভেনশন সোসাইটি (ক্যাম্পস)। সখীপুর ছাড়াও আশপাশের উপজেলার প্রায় আড়াই হাজার রোগীর মাঝে চিকিৎসাসেবা প্রদান করেন বিশেষজ্ঞ ডাক্তাররা। এছাড়াও রোগীদের বিনামূল্যে ওষুধ সরবরাহ ও প্রায় ৩০০ রোগীকে চোখের ছানি অপারেশন ও লেন্স প্রতিস্থাপনের জন্য প্রাথমিকভাবে বাছাই করে আয়োজকরা। এছাড়া ‘কিডনি রোগ প্রতিরোধে করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
×