ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৫:০৩, ২২ ফেব্রুয়ারি ২০১৭

  টুকরো খবর

পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ২১ ফেব্রুয়ারি ॥ ওয়ারেন্টভুক্ত মাদক মামলার আসামিকে গ্রেফতার করতে গিয়ে আদিতমারী থানার এসআই জাহিদ হাসান ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছে। এ সময় আটক আসামিকে ছিনিয়ে নেয় মাদক বিক্রেতা দুর্বৃত্তরা। সোমবার রাত সাড়ে ৭টায় জেলার আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মান্নানের চৌপতি নামক গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, কিছুদিন আগে সাইফুল নামের এক ব্যক্তিকে মাদকসহ গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়। সাইফুল আদালত থেকে জামিন নিয়ে বাইরে এসে পুনরায় মাদক বিক্রি শুরু করে। এদিকে তার বিরুদ্ধে অপর একটি মাদক মামলার ওয়ারেন্ট হয়। আদিতমারী থানার ওসি হরেশ্বর রায় জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। ৩ জামায়াত নেতা আটক ॥ ককটেল উদ্ধার নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২১ ফেব্রুয়ারি ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সান্তাহার সফর উপলক্ষে নিরাপত্তা নিশ্চিতকরণের অংশ হিসেবে পুলিশের বিশেষ অভিযানে রানীনগর, আত্রাই ও মান্দা উপজেলা থেকে ৩ জামায়াত নেতাকে ককটেল ও দেশীয় অস্ত্রসহ (রামদা) গ্রেফতার করেছে পুলিশ। রাতে রানীনগর উপজেলার ভা-ারগ্রামের হজরত আলীর ছেলে ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুল মতিনকে তার নিজ বাড়ি থেকে দুটি ককটেল ও দুটি রামদাসহ গ্রেফতার করেছে। এছাড়া আত্রাই উপজেলার বান্দাইখাড়া গ্রামের মৃত আফতাবের ছেলে ছাইদুর রহমানকে এবং মান্দা উপজেলার শীলগ্রামের নূরমোহাম্মাদের ছেলে বেলাল হোসেনকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। সৈয়দপুরে তিন ঘর ভস্মীভূত স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ গ্যাসের চুলার আগুনে একটি পরিবারের ৩টি ঘর পুড়ে ছাই হয়েছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে সৈয়দপুর উপজেলা শহরের ইসলামবাগ বড় মসজিদ এলাকার খোরশেদ আলমের বাড়িতে এই অগ্নিকা-ের ঘটনা ঘটে। অগ্নিকা-ে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে। বিদ্যুতস্পৃষ্টে শিশুর মৃত্যু স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ লৌহজংয়ে মঙ্গলবার বিদ্যুতস্পৃষ্টে সায়েন্তিকা আক্তার (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। জানায়, ভবনের সিঁড়ির নিচে ছিল পানি উঠানোর মোটর। মোটরের তারে স্কচটেপ দিয়ে জোড়া লাগানো ছিল। সায়েন্তিকা খেলার ছলে সেখানে গিয়ে স্কচটেপ খোলার সময় সে বিদ্যুতস্পৃষ্ট হয়। পরে তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। সে উপজেলার সাতঘড়িয়া গ্রামের রতন দাসের তৃতীয় কন্যা। ২ আসামি গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ২১ ফেব্রুয়ারি ॥ জেলার পূর্বধলায় সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামিকে গেফতার করেছে স্থানীয় থানা পুলিশ। মঙ্গলবার সকালে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলোÑ পূর্বধলা উপজেলার জারিয়া গ্রামের শামছুদ্দিনের ছেলে মঞ্জুরুল হক (৫০) ও কালডোয়ার গ্রামের মৃত নরেশ কংকরের ছেলে লিটন কংকর (৩৫)। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত দু’জনই মাদক বিক্রেতা। মাদক বিক্রিতে জড়িত থাকার দায়ে আদালত তাদের পৃথক পৃথক মেয়াদে কারাদ- দিয়েছে। কিন্তু রায় হওয়ার আগে থেকেই তারা পলাতক ছিল। কিশোরগঞ্জে অগ্নিকা- নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ২১ ফেব্রুয়ারি ॥ জেলার হাওড় অধ্যুষিত ইটনা উপজেলার শিমুলবাঁক গ্রামে আগুন লেগে চারটি বসতঘর পুড়ে গেছে। আগুনে পুড়ে দুটি গরুরও মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্র জানায়, সোমবার রাতে বিদ্যুতের খুঁটি থেকে তার ছিঁড়ে একটি ঘরের ওপর পড়ে। এতে ঘরটিতে আগুন লেগে মুহূর্তের মধ্যে পাশের ঘরগুলোতেও ছড়িয়ে পড়ে। আগুনে নূর মিয়া, বাহার মিয়া, শাহাবুদ্দিন ও লিয়াকতের চারটি বসতঘর পুড়ে যায়। এ সময় নূর মিয়ার দুটি গরুরও মৃত্যু হয়েছে। জামায়াত নেতা গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২১ ফেব্রুয়ারি ॥ জেলা জামায়াতের আমির মাওলানা আবদুল হাকিমকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে শহরের হাজীপাড়ার নিজ বাসা থেকে পুলিশ তাকে আটক করে সদর থানায় নিয়ে যায়। পুলিশ জানান, মাওলানা আবদুল হাকিম হাজীপাড়ার নিজ বাসায় জামায়াতের কর্মীদের নিয়ে নাশকতার বৈঠক ও পরিকল্পনা করছিল। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে। এছাড়া তার বিরুদ্ধে ৫ জানুয়ারি নির্বাচন পরবর্তী নাশকতার মামলাসহ একাধিক মামলা রয়েছে।
×