ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বগুড়া মেডিক্যালে সেই রোগী মারা গেছেন

প্রকাশিত: ০৪:৫৯, ২২ ফেব্রুয়ারি ২০১৭

বগুড়া মেডিক্যালে সেই রোগী মারা গেছেন

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ ইন্টার্ন চিকিৎসকদের হাতে প্রহৃত রোগীর এ্যাটেনডেন্ট আব্দুর রউফের পিতা আলাউদ্দিন সরকার (৬০) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মারা গেছেন। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে গুরুতর অসুস্থ হওয়া পিতাকে নিয়ে রউফ শজিমেক হাসপাতালে চিকিৎসার জন্য এসেছিলেন। রবিবার ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে অপ্রীতিকর ঘটনায় জড়িয়ে তিনি প্রহৃত হওয়ায় সর্বত্র আলোচনার ঝড় ওঠে। তাকে কান ধরে ওঠবসসহ দফায় দফায় মারপিট করা হয়। আর ইন্টার্ন চিকিৎসকরা রোগীর এ্যাটেনডেন্টের শাস্তিসহ ৭ দফা দাবিতে জরুরী বিভাগে কয়েক ঘণ্টা বন্ধ রেখে ধর্মঘটের ডাক দেয়। ঘটনার একদিন পর অবশ্য ইন্টার্ন চিকিৎসকরা সোমবার তাদের আন্দোলন স্থগিত করে। এদিকে রোগীর এ্যাটেনডেন্টকে মারপিটসহ সমালোচিত আচরণের সঙ্গে জড়িত ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে কি না, তা শজিমেক হাসপাতাল কর্তৃপক্ষ মঙ্গলবার নিশ্চিত করতে পারেনি। উল্লেখ্য, সিরাজগঞ্জের কোণাগাতি এলাকার আব্দুর রউফ তার পিতাকে নিয়ে শনিবার রাতে শজিমেক হাসপাতালে আসেন। মেডিসিন বিভাগে চিকিৎসাধীন পিতার ঠা-া লাগায় সেখানকার সিলিং ফ্যান বন্ধের জন্য এক ইন্টার্ন চিকিৎসকের কাছে ফ্যানের সুইচ কোথায় জানতে চাওয়া নিয়ে ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে তার বিরোধের সূত্রপাত হয়। মেডিসিন ওয়ার্ডেও তাকে মারপিট করা হয়।
×