ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

যুবক খুন ॥ কারিগর ও শিশুর লাশ উদ্ধার

প্রকাশিত: ০৪:৫৮, ২২ ফেব্রুয়ারি ২০১৭

যুবক খুন ॥ কারিগর ও শিশুর লাশ উদ্ধার

জনকণ্ঠ ডেস্ক ॥ মুন্সীগঞ্জে ছুরিকাঘাতে যুবক খুন, নাটোরে স্বর্ণ কারিগর ও মৌলভীবাজারে শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। মুন্সীগঞ্জ ॥ গজারিয়া উপজেলার বালুয়াকান্দি গ্রামে মঙ্গলবার দুপুরে আরিফ হোসেন (২৫) ছুরিকাঘাতে নিহত হয়েছে। পুলিশ জানায়, ঝগড়ার একপর্যায়ে শরিফ (২৮) নামের এক যুবক ছরিকাঘাত করে। পরে তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নাটোর ॥ নাটোর শহরের চৌকিরপাড় এলাকায় কৃষি জমি থেকে চন্দন সাহা (২০) নামে এক স্বর্ণ কারিগরের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে লাশটি উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। নিহত চন্দন চৌকিরপাড় এলাকার সুনীল কুমার সাহার ছেলে। পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানায়, প্রতিদিনের মতো পার্শ্ববর্তী স্বর্ণপট্টি এলাকা থেকে সোমবার রাত সাড়ে ১১টার দিকে বাড়িতে আসে চন্দন। রাতের খাওয়া না খেয়েই ভাই সুজিত কুমারের সঙ্গে ঘুমিয়ে যায় চন্দন। রাত ১টার দিকে কে বা কারা চন্দনকে ফোন করে ডেকে নিয়ে যাওয়ার পরে রাতে চন্দন আর বাড়িতে ফিরে আসেনি। মঙ্গলবার সকালে ওই এলাকার শ্রমিকরা মাঠে কাজ করতে যাওয়ার সময় চন্দনের বাড়ির অদূরে ফাঁকা কৃষি জমিতে একটা লাশ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে চন্দনের পরিবারের লোকজন গিয়ে লাশটি শনাক্ত করে। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে নাটোর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, পরিবার এলাকাবাসীর সঙ্গে কথা বলে তদন্ত করে বোঝা যাবে এটি হত্যা না আত্মহত্যা। অভিযোগ পেলে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। মৌলভীবাজার ॥ কমলগঞ্জ উপজেলার বানগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণীর ছাত্র মাছুম মিয়া (৮) নামে এক শিশুর লাশ ধলাই নদীর বনগাঁও এলাকা থেকে মঙ্গলবার উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, সোমবার বিকেলে ধলাই নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে সাঁতার না জানার কারণে সে নদীতে ডুবে যায়।
×