ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উচ্চ শুল্কের কারণে বাধাগ্রস্ত হচ্ছে ইস্পাত নির্মাণ শিল্পের বিকাশ

প্রকাশিত: ০৪:৫৪, ২২ ফেব্রুয়ারি ২০১৭

উচ্চ শুল্কের কারণে বাধাগ্রস্ত হচ্ছে ইস্পাত নির্মাণ শিল্পের বিকাশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ কম সময়ে ভবন নির্মাণে দিন দিনই বাড়ছে ইস্পাতের ব্যবহার। শিল্প প্রতিষ্ঠান এমনকি হাসপাতাল ভবনও তৈরি হচ্ছে ইস্পাতের কাঠামো ব্যবহার করে। ব্যবসায়ীদের দাবি, আধুনিক এই কাঠামো ব্যবহারে নির্মাণ খরচ ৩০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব। তবে বিশ্ববাজারে কাঁচামালের দাম বৃদ্ধি ও উচ্চ আমদানি শুল্কের কারণে বাধাগ্রস্ত হচ্ছে ইস্পাতের ভবন নির্মাণ শিল্পের বিকাশ। জাহাজ কিংবা ব্রিজ নির্মাণের জন্য নয় পুরো একটি ভবন কাঠামো তৈরিতে ব্যবহৃত হবে ইস্পাতের এই শিট। প্রায় এক দশক আগে কয়েকজন দেশীয় উদ্যোক্তার হাত ধরে যাত্রা শুরু ইস্পাত কাঠামো নির্মাণ শিল্পের। এ শিল্পের প্রধান কাঁচামাল লোহার পাত বা বিলেট আমদানি নির্ভর। বর্তমানে কাঁচামালের আমদানি নির্ভরতা না কাটলেও ইস্পাত নির্ভর শিল্পে এসেছে ব্যাপক পরিবর্তন। দেশে ছোট-বড় মিলিয়ে এমন কারখানা আছে শতাধিক।
×