ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তৈরি হচ্ছে মোবাইল ফোনের ডাটা সেন্টার

প্রকাশিত: ০৪:৫৪, ২২ ফেব্রুয়ারি ২০১৭

তৈরি হচ্ছে মোবাইল ফোনের ডাটা সেন্টার

অর্থনৈতিক রিপোর্টার ॥ অবৈধ ও নকল মোবাইল ফোনের প্রবেশ বন্ধে এবং চুরি হওয়া বা হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধারে আইএমইআই (ইন্টারন্যাশনাল মোবাইল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি) ডাটাবেজ তৈরির কথা থাকলেও তার আগে তৈরি করা হচ্ছে মোবাইল ফোনের ডাটা সেন্টার। আগামী এক মাসের মধ্যে এই ডাটা সেন্টার নির্মাণের কাজ শেষ হবে বলে জানিয়েছে বাংলাদেশ মোবাইল ফোন ইম্পোর্টার্স এ্যাসোসিয়েশন (বিএমপিআইএ)। বিএমপিআইএ নেতারা জানান, আইএমইআই ডাটাবেজের সফটওয়্যার পর্যায়ের কাজ শেষ হয়েছে। তবে কিছু কারিগরি প্রশ্ন ও জটিলতা দেখা দেয়ায় এর উদ্বোধন কাজ পিছিয়ে গেছে। গত বছরের ৬ ফেব্রুয়ারি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিমের আইএমইআই ডাটাবেজ উদ্বোধন করার কথা ছিল। কিন্তু কারিগরি কারণে সেই কাজ পিছিয়েছে এক বছরেরও বেশি সময়। আর সেই কাজ সম্পন্ন হওয়ার আগেই দেশের মোবাইল ফোন নিয়ে তৈরি একটি ডাটা সেন্টার নির্মাণের কাজ প্রায় শেষের পথে। বিএমপিআইএর সভাপতি রুহুল আলম আল মাহবুব বলেন, ‘আমরা সংগঠনের পক্ষ থেকে ডাটাবেজটি তৈরি করব। কিন্তু এটি ব্যয়বহুল একটি কাজ। এর রক্ষণাবেক্ষণ ও মেরামতও ব্যয়বহুল হবে। ফলে এটা চালু করতে দেরি হচ্ছে। তবে আমরা চালু করে ফেলব। আর এটা চালুর আগেই আমরা ডাটা সেন্টার তৈরি করতে যাচ্ছি। আগামী এক মাসের মধ্যে ডাটা সেন্টার আমরা চালু করে ফেলতে পারব।’
×