ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিজয় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ফখরুল

প্রকাশিত: ০১:৪৪, ২১ ফেব্রুয়ারি ২০১৭

বিজয় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ দেশে গণতন্ত্র ও ভোটের অধিকার পুনরুদ্ধানের লড়াইয়ে বিজয় না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সকালে দলের সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। মির্জা ফখরুল বলেন, আমরা নির্বাচনকালীন সহায়ক সরকারের জন্য আন্দোলন করছি। আশা করি সরকার সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে নির্বাচনকালীন সহায়ক সরকারের ব্যবস্থা করবে। কারণ, ২০১৪সালের ৫ জানুয়ারির নির্বাচনে দেশের মানুষ ভোট দিতে পারেনি। ভোট ছাড়া নির্বাচনে ক্ষমতায় এসে বর্তমান সরকার মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে। এ অবস্থা থেকে দেশের মানুষকে রক্ষা করতে সবাইকে এগিয়ে আসতে হবে। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নেতৃত্বে যে আন্দোলন চলছে তাতে শামিল হয়ে জনতার অধিকার আদায় করে নিতে হবে। বিএনপি মহাসচিব বলেন, প্রতিবছর কেন্দ্রীয় শহীদ মিনারে এসে আমরা শ্রদ্ধা নিবেদন করি যারা ৫২ সালে আমাদের ভাষার অধিকার ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছিলেন তাদের জন্য। এখন দেশের মানুষের সকল অধিকার কেড়ে নেয়া হয়েছে। আমাদের প্রতিজ্ঞা একুশের চেতনায় যে গণতন্ত্র হারিয়ে গেছে, তাকে পুনরুদ্ধারে আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাবো এবং বিজয় অর্জন না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। বর্তমান সরকারের সমালোচনা করে ফখরুল বলেন, একুশের চেতনা ছিলো গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার। এ ছাড়া মুক্তিযুদ্ধের চেতনাও ছিলো গণতন্ত্র। কিন্তু আজকে দেশকে গণতন্ত্রহীন রেখে ক্ষমতাসীনরা শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি করেছে। এ অবস্থা আর বেশি দিন চলতে দেয়া যায়। তাহলে শঞীদদের আত্মা কষ্ট পাবে। সকাল সাড়ে ৭টার দিকে বিএনপি নেতাকর্মীরা আজিমপুরে ভাষা শহীদদের কবর জিয়ারত করে নীলক্ষেতের বলাকা সিনেমা হলের সামনে এসে জড়ো হন। সকাল ৮টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের সহস্রাধিক নেতাকর্মী প্রভাতফেরি করে কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন। সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, আবদুস সালাম, হাবিবুর রহমান হাবিব, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, দলের নেতা আশরাফউদ্দিন উজ্জ্বল, তাইফুল ইসলাম টিপু, অধ্যাপক ড. মামুন আহমেদ, বজলুল বাসিত আনজু প্রমূখ।
×