ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাঁচ চিত্রকর্ম চুরির অভিযোগে আট বছরের দণ্ড

প্রকাশিত: ১৯:২৪, ২১ ফেব্রুয়ারি ২০১৭

পাঁচ চিত্রকর্ম চুরির অভিযোগে আট বছরের দণ্ড

অনলাইন ডেস্ক॥ ফ্রান্সে 'স্পাইডারম্যান' নামে পরিচিত একজন ছবি চোরকে আট বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে প্যারিসের মিউজিয়াম অব মডার্ন আর্ট থেকে পাঁচটি চিত্রকর্ম চুরির অভিযোগ রয়েছে। তার প্রকৃত নাম ভিজেরান টমিক। দণ্ডপ্রাপ্তদের মধ্যে তার দুজন সহকারীও রয়েছে। কারাদণ্ডের পাশাপাশি তাদেরকে চুরি যাওয়া ছবিগুলোর দামের সমপরিমাণ অর্থ, ১১ কোটি ডলার জরিমানা করা হয়েছে। ২০১১ সালে গ্রেপ্তার হওয়ার পর মিস্টার টমিক বলেছিলেন, তিনি মাটিস, পিকাসো, ব্রাক, লিজি ও মডিগলিয়ানির আঁকা এই ছবিগুলো চুরি করেছেন। মি. টমিক পুলিশকে জানান, তিনি মিউজিয়ামের নিরাপত্তাবেষ্টনী ভেঙে সেখানে ঢুকেছিলেন ফরাসি চিত্রকর ফার্নান্দ লিজি'র আঁকা একটি ছবি চুরির জন্য। কিন্তু এরপর মি. টমিক যখন দেখলেন অ্যালার্ম বাজেনি, তখন তিনি আরও চারটি ছবি চুরির সিদ্ধান্ত নেন, কারণ সে ছবিগুলো তার পছন্দ ছিল। চুরি যাওয়া ছবিগুলো এখন পর্যন্ত উদ্ধার করা যায়নি। ৪৯ বছর বয়সী টমিক, প্যারিসের বিলাসবহুল বহুতল ভবন বেয়ে বেয়ে উঠে যেতে পারতেন, আর এ কারণেই তার নাম হয় 'স্পাইডারম্যান'।
×