ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রথম প্রহরে-

প্রকাশিত: ০৯:০২, ২১ ফেব্রুয়ারি ২০১৭

প্রথম প্রহরে-

স্টাফ রিপোর্টার ॥ বায়ান্নর একুশে ফেব্রুয়ারিতে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে পাকিস্তানী শাসকের গুলির সামনে বুক পেতে যারা জীবন উৎসর্গ করেছেন, বরকত-সালাম-জব্বার-রফিকসহ নাম না জানা বীরদের স্মৃতির প্রতি ফুল দিয়ে জাতি বিনম্র শ্রদ্ধা জানায়। মঙ্গলবার প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুল দেয়ার মধ্য দিয়ে ভাষাশহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানের সূচনা হয়। রাত বারোটা এক মিনিটে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদ বেদিতে ফুল দিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। প্রধানমন্ত্রী এরপর আওয়ামী লীগ নেতাদের সঙ্গে নিয়ে বেদিতে ফুল দেন। এরপর স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পীকার ফজলে রাব্বী মিয়া, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। ঢাকার দুই মেয়র আনিসুল হক ও সাঈদ খোকন, তিন বাহিনীর প্রধান, পুলিশ প্রধান ও র‌্যাবের ডিজি ও কূটনীতিকদের পর ফুল দেয় ক্ষমতাসীন ১৪ দল। এরপর একে একে বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র ও সামাজিক, পেশাজীবী, সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষের ঢল নামে কেন্দ্রীয় শহীদ মিনারে। ফুলে ফুলে ভরে ওঠে বেদিমূল। সবার কণ্ঠে সেই অমর গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ গীত হয়। মুন্সীগঞ্জ ॥ স্টাফ রিপোর্টার জানান, মুন্সীগঞ্জে অমর একুশের প্রথম প্রহরে শিল্পকলা চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনার ফুলে ফুলে ভরে যায়। প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক সায়লা ফারজানা। এরপর পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনিস-উজ-জামান, পৌর মেয়র মোহাম্মদ ফয়সাল বিপ্লব, সভ্যতার আলো সম্পাদক মীর নাসিরউদ্দিন উজ্জ্বলসহ নানা শ্রেণী-পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।
×