ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

১১ দফা বাস্তবায়ন দাবিতে ভাষা আন্দোলন স্মৃতি রক্ষা পরিষদের পদযাত্রা

প্রকাশিত: ০৯:০০, ২১ ফেব্রুয়ারি ২০১৭

১১ দফা বাস্তবায়ন দাবিতে ভাষা আন্দোলন স্মৃতি রক্ষা পরিষদের পদযাত্রা

স্টাফ রিপোর্টার ॥ ভাষা আন্দোলনের স্মৃতি বিজড়িত সব স্থান চিহ্নিত ও সংরক্ষণ করাসহ ১১ দফা দাবির বাস্তবায়ন চেয়ে প্রতীকী পদযাত্রা করেছে ভাষা আন্দোলন স্মৃতি রক্ষা পরিষদ। সোমবার ঢাকা মেডিক্যাল কলেজের ঐতিহাসিক আমতলা থেকে শহীদ মিনার পর্যন্ত এ কর্মসূচী পালন করা হয়েছে। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা ভাষার মর্যাদা রক্ষার দাবিতে ১৪৪ ধারা ভেঙ্গে এই স্থান থেকেই মিছিল বের করেছিল ভাষাসৈনিকরা। ১৭ বছর ধরে ২০ ফেব্রুয়ারি বিকেলে আমতলা গেট থেকে শহীদ মিনার পর্যন্ত ভাষা আন্দোলন স্মৃতিরক্ষা পরিষদ প্রতীকী পদযাত্রা করে আসছে বলে জানান পরিষদের কোষাধ্যক্ষ সালমা আহমেদ হীরা। তিনি বলেন, ১১ দফা দাবি আমাদের দীর্ঘদিনের। এসব দাবির মধ্যে কয়েকটি বাস্তবায়নের উদ্যোগ নেয়ায় সরকারকে ধন্যবাদ জানাই। তবে প্রতীকী পদযাত্রার আগে আমতলায় এক সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনটির পক্ষ থেকে ১১ দফার সব প্রস্তাব বাস্তবায়নের দাবি জানানো হয়। সভায় ভাষা আন্দোলন স্মৃতি রক্ষা পরিষদের সভাপতি এমআর মাহবুব বলেন, বাঙালী জাতিরাষ্ট্রের বিকাশে ভাষা আন্দোলনের ভূমিকা ছিল অনন্য। দীর্ঘদিন হলেও ভাষা আন্দোলনের স্মৃতিচিহ্নগুলো আমরা এখনও সংরক্ষণ করতে পারিনি। ভাষা আন্দোলনের স্মৃতি জড়িত সব স্থান চিহ্নিত করা ও সংরক্ষণের পাশাপাশি ভাষা আন্দোলন স্মৃতি দিবসগুলো যথাযথভাবে পালনের উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভাষা শহীদ ও সৈনিকদের নামে চত্বর, তোরণ, বিভিন্ন স্থাপনা, স্থান, সড়ক নির্মাণ ও নামকরণের উদ্যোগ নিতে হবে। পাশাপাশি ভাষা শহীদদের কবর শনাক্ত করতে হবে। মাহবুব বলেন, ভাষা আন্দোলনের স্মৃতিবিজড়িত রশিদ বিল্ডিং, ১৪৪ ধারা ভাঙ্গার গেট, শহীদ মিনার হয়ে আজিমপুর কবরস্থান পর্যন্ত সড়কটিকে ‘শহীদ সরণি’ বা ‘ভাষা আন্দোলন স্মৃতি সড়ক’ নামকরণ করা ও নাম ফলক লাগানোর দাবি জানাচ্ছি। পরিষদের সাধারণ সম্পাদক এম এ মুক্তাদীর বলেন, জাতিসংঘের দাফতরিক কাজে বাংলা ভাষা ও সন অন্তর্ভুক্ত করতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আরও জোরালো উদ্যোগ গ্রহণ করা উচিত। পাশাপাশি ২১ ফেব্রুয়ারি ৮ ফাল্গুন হিসেবে ঠিক রাখার দাবি করছি। সমাবেশে অন্যদের মধ্যে ভাষা আন্দোলন স্মৃতি রক্ষা পরিষদের সহসভাপতি সৈয়দ নাজমুল আহসান, ঢাকা মেডিক্যাল কলেজের সাবেক ভিপি ডাঃ মনিলাল আইচ লিটু বক্তব্য রাখেন। এ সময় ভাষাসৈনিকদের মধ্যে মীর্জা মাজহার, রেজাউল করিম, শামসুল হুদা, মুস্তাফিজুর রহমান ও আবদুল করিম পাঠান উপস্থিত ছিলেন।
×