ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মিরপুরে ডিএনসিসির আঞ্চলিক কার্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

প্রকাশিত: ০৮:৫৮, ২১ ফেব্রুয়ারি ২০১৭

মিরপুরে ডিএনসিসির আঞ্চলিক কার্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মিরপুরের বসবাসরত নাগরিকদের অধিক সেবা প্রদান করতে সেকশন-২ এর নিজস্ব জমিতে আঞ্চলিক কার্যালয় ও কর্মচারীদের জন্য বহুতল আবাসিক ভবন তৈরি করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। সোমবার বিকেলে সংস্থাটির মেয়র আনিসুল হক আনুষ্ঠানিকভাবে এ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মেসবাহুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ভিত্তিপ্রস্তর স্থাপন পূর্ববর্তী আলোচনায় বিশেষ অতিথি ছিলেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হক, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ মোঃ আনোয়ারুল ইসলাম এবং ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ মোবাশ্বের চৌধুরী বক্তব্য রাখেন। উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র বলেন, অগ্রাধিকারের ভিত্তিতে আমরা আমাদের উন্নয়ন কর্মসূচী হাতে নিচ্ছি। ডিএনসিসির নিজস্ব ভবন না থাকা সত্ত্বেও ভবন নির্মাণ না করে প্রথমত রাস্তা-ঘাটের উন্নয়নের প্রতি নজর দেয়া হয়। প্রতিশ্রুতি মোতাবেক প্রায় প্রত্যেকটি কাজ হাতে নেয়া হয়েছে। ২০১৮ সালের মধ্যে বিভিন্ন সেক্টরে মৌলিক অবকাঠামো নির্মাণের কাজ প্রায় সমাপ্ত হবে। এরই মাঝে শেষ হবে নিরাপত্তার জন্য পর্যাপ্ত সংখ্যক সিসি ক্যামেরা ও এলইডি সড়ক বাতি সংস্থাপনের কাজ। সড়ক প্রশস্তকরণ বিষয়ে তিনি বলেন, কারও ব্যক্তিগত নিজস্ব জায়গা আমরা গ্রহণ করব না, যদি গ্রহণ করতে হয়, সাধ্যমতো ক্ষতিপূরণ দেয়ার চেষ্টা করব।
×