ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিএনপির হুমকি ধমকি হাওয়ায় মিলিয়ে যাবে ॥ শাজাহান খান

প্রকাশিত: ০৮:৫২, ২১ ফেব্রুয়ারি ২০১৭

বিএনপির হুমকি ধমকি হাওয়ায় মিলিয়ে যাবে ॥ শাজাহান খান

বিশেষ প্রতিনিধি ॥ জাতীয় সংসদ নির্বাচন ও নির্বাচনকালীন সরকার নিয়ে বিএনপির হুমকি বাতাসে মিলিয়ে যাবে বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান। তিনি বলেন, বিএনপি নির্বাচনকালীন সরকার গঠন নিয়ে বিভিন্ন হুমকি-ধমকি দিচ্ছে। সেদিন মির্জা ফখরুল-রিজভী সাহেবরা অনেক কথা বলেছেন। নির্বাচনকালীন সরকার নিয়ে বিএনপির হুমকি-ধমকি হাওয়া ভবনের মতো হাওয়ায় মিলিয়ে যাবে। রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত সদ্য প্রয়াত প্রবীণ পার্লামেন্টারিয়ান সুরঞ্জিত সেনগুপ্তের স্মরণসভায় তিনি এসব কথা বলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভীর সমালোচনা করে শাজাহান খান বলেন, রিজভী সাহেব বলেছেন এই নির্বাচন হতে দিবে না। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি দিদার আহম্মেদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও সাবেক মন্ত্রী এ্যাডভোকেট আবদুল মান্নান খান এমপি, এ্যাডভোকেট বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ। বিএনপিও চায় খালেদা জিয়া জেলে যাক- ড. হাছান ॥ বিএনপি নেতাদের সমালোচনা করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, খালেদা জিয়ার এতগুলো অপরাধ এবং তাঁর নামে যতগুলো মামলায় হয়েছে যে, তাঁর সেখান থেকে রেহাই পাওয়ার উপায় নেই। এটা বিএনপির নেতাকর্মীরাও জানে। তাই তারাও তলে তলে চায় খালেদা জিয়া দ্রুত জেলে যাক। কিন্তু রাজপথে দাঁড়িয়ে বলেন খালেদা জিয়া ছাড়া নির্বাচন হবে না। রবিবার জাতীয় প্রেসক্লাবে সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহারের দাবিতে ও ভাষা শহীদের স্মরণে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি অভিনেতা ফারুকের সভাপতিত্বে আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, অভিনেতা ড্যানি সিডাক, অভিনেত্রী ফাল্গুনী হামিদ প্রমুখ বক্তব্য রাখেন।
×