ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মোগাদিসুতে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৯

প্রকাশিত: ০৬:০৬, ২১ ফেব্রুয়ারি ২০১৭

মোগাদিসুতে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৯

সোমালিয়ার রাজধানী মোগদিসুতে এ সপ্তাহে চালানো আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৯ হয়েছে বলে উদ্ধারকর্মীরা সোমবার জানিয়েছে। রবিবার এক আত্মঘাতী গাড়ি বোমা হামলাকারী প্রতিবেশী মাদিনায় একটি ব্যস্ত বাজারে হামলা চালায়। বিস্ফোরণে বাজার করতে আসা লোকজন, দোকান ও যানবাহনের ব্যাপক ক্ষতি হয়। খবর এএফপির। হামলার দায় কেউ স্বীকার না করলেও সোমালিয়ার শাবাব জঙ্গীরা নতুন সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার হুমকি দিয়েছে। ধারণা করা হচ্ছে গোষ্ঠীটিই আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে। মোগাদিসুর আমিন এ্যাম্বুলেন্স সেবার প্রধান আবদুল কাদির আবদুর রহমান আদেম সোমবার জানিয়েছেন, ৩৯ জন নিহত ও অপর ২৭ জন আহত হয়েছে। রবিবার কর্তৃপক্ষ জানিয়েছিল, বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত হয়েছে। হামলা সংঘঠিত হওয়ায় আন্তর্জাতিকভাবে নিন্দা জানান হয়েছে। সোমালিয়ার নতুন নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ আবদুল্লাহ মোহাম্মদ হামলা সম্পর্কে তথ্য দেয়ার জন্য এক লাখ মার্কিন ডলার (৯৪ হাজার ইউরো) পুরস্কার ঘোষণা করেছেন। যিনি ফারমাজো নামে পরিচিত। যুক্তরাষ্ট্র ও সোমালিয়ার দ্বৈত নাগরিক ফারমাজো বুধবার ক্ষমতা গ্রহণ করেছেন। সাম্প্রতিক হামলার ঘটনার প্রেক্ষিতে নতুন প্রেসিডেন্টকে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। যিনি তার প্রশাসনে আলশাবাব উপস্থিতির জন্য নিয়ন্ত্রণ সীমিত করবেন বলে আগে জানিয়েছিলেন। যা আন্তর্জাতিকভাবে বহুল প্রশংসিত হয়। আল-কায়েদা জঙ্গীগোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত শাবাবের জন্য আফ্রিকান ইউনিয়ন বাহিনী ২০১১ সালে রাজধানী ছাড়তে বাধ্য হয়। তারপরও গোষ্ঠীটি মোগাদিসু ও আঞ্চলিক শহরগুলোতে সরকার, সামরিক বাহিনী ও বেসরকারী লোকদের লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। ১৯৯১ সালের সিয়াদ ব্যারের সামরিক শাসনের পতনের পর থেকে সোমালিয়ায় কোন প্রভাবশালী কেন্দ্রীয় সরকার নেই। যার ফলে কয়েক দশক ধরে দেশটিতে গৃহযুদ্ধ ও সংঘাতময় অবস্থা বিরাজ করছে।
×