ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পাকিস্তানে আইএমএফের বৈঠক স্থগিত ঘোষণা

প্রকাশিত: ০৬:০৫, ২১ ফেব্রুয়ারি ২০১৭

পাকিস্তানে আইএমএফের বৈঠক স্থগিত ঘোষণা

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) আগামী সপ্তাহে পাকিস্তানে নির্ধারিত বৈঠক স্থগিত করেছে। সম্প্রতি দেশটির বিভিন্ন স্থানে সংঘতিত ভয়াবহ জঙ্গী হামলার প্রেক্ষাপটে সংস্থাটি এ সিদ্ধান্ত নিল। গত কয়েকদিনে পাকিস্তানজুড়ে ভয়াবহ জঙ্গী হামলায় এক শ’রও বেশি মানুষ নিহত হয়েছে। ইসলামাবাদে পাকিস্তানের অর্থ মন্ত্রণালয় ও আইএমএফের আবাসিক প্রতিনিধি তোখির মিরজোয়েভ রবিবার এক্সপ্রেস ট্র্রিবিউনকে বৈঠক স্থগিতের কথা নিশ্চিত করে জানিয়েছেন, আলোচনা এখনকার মতো মুলতবি করা হয়েছে। খবর এক্সপ্রেস ট্রিবিউনের। অনেক বছর পর এই প্রথম পাকিস্তানে আইএমএফের বৈঠকটি হতে যাচ্ছিল। দেশটির নিরাপত্তা ব্যবস্থার উন্নতির ফলেই তারা এ সিদ্ধান্ত নিয়েছিল। এর আগে এসব আলোচনা সংযুক্ত আরব অমিরাতে অনুষ্ঠিত হয়েছিল। পাকিস্তানের অর্থনৈতিক মান পর্যালোচনা করাই ছিল এবারের বৈঠকের উদ্দেশ্য। নিরাপত্তা ইস্যুটিকে সামনে এনে আইএমএফের প্রতিনিধি দল তাদের পাকিস্তান সফর স্থগিত করেছে। অর্থ মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ কথা জানিয়েছেন।
×