ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ইউক্রেন ইস্যুতে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের আপোসের সম্ভাবনা নেই!

প্রকাশিত: ০৬:০৫, ২১ ফেব্রুয়ারি ২০১৭

ইউক্রেন ইস্যুতে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের আপোসের সম্ভাবনা নেই!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সঙ্গে তার দেশ এক সঙ্গে কাজ করে যেতে পারবে বলে আশা প্রকাশ করেছেন। তবে ইউক্রেন ইস্যুতে হোয়াইট হাউস রাশিয়ার সঙ্গে গোপনে আপোস করার চেষ্টা করছে কি না সে সম্পর্কে এখনও পর্যন্ত কোন স্পষ্ট ধারণা পাওয়া যায়নি। ইউক্রেনে রুশ হস্তক্ষেপকে কেন্দ্র করে এর আগে মস্কোর সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কে অবনতি ঘটেছিল। নিউইয়র্ক টাইমস। ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন গত সপ্তাহে ওই পদত্যাগ করেছেন। ইউক্রেন ইস্যুতে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন রাশিয়ার ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছিল তা শিথিল করার প্রস্তাব সংবলিত একটি সিল করা রিপোর্ট ফ্লিনের দফতরে জমা দেয়া হয়েছিল। ফ্লিন চলে গেছেন। তার এই আকস্মিক প্রস্থানের ফলে রিপোর্টের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ ঝুলে গেছে। ধারণা করা হয়ে থাকে, রাশিয়ার সঙ্গে বেশি ঘনিষ্ঠতাই ফ্লিনের পদত্যাগের প্রধান কারণ। ট্রাম্পের সঙ্গে রাশিয়ার বরাবর সুসম্পর্ক ছিল। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো, এফবিআই এবং কংগ্রেস এখন বিষয়টি খতিয়ে দেখছে। এ কারণে ট্রাম্পের ঘনিষ্ঠ কর্মকর্তাদের অনেকেই এখন রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞার বিষয়টিকে আলোচনার টেবিলের বাইরে রাখতে চাইছেন। ইউক্রেনে তিন বছরের সংঘাতে এ পর্যন্ত প্রায় ১০ হাজার লোক মারা গেছে। রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে অবনতি ঘটার মূলেও আছে ইউক্রেন সঙ্কট। এখন প্রশ্ন হলো, ট্রাম্প রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিতে আসলেই আগ্রহী কি না।
×