ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পদ্মা সেতুতে রেল ॥ এপ্রিলে ভিত্তি স্থাপন করবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৫:৪৩, ২১ ফেব্রুয়ারি ২০১৭

পদ্মা সেতুতে রেল ॥ এপ্রিলে ভিত্তি স্থাপন করবেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ আগামী এপ্রিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুতে রেলসংযোগ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক। সোমবার রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ‘সাদা কোচ’ সংযোজন করে ‘রংপুর এক্সপ্রেস’ ট্রেন উদ্বোধন শেষে মন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। রেলমন্ত্রী বলেন, আগামী মাসে চীনের সঙ্গে লোন এগ্রিমেন্ট হবে। তারপরের মাসে প্রধানমন্ত্রী পদ্মা সেতুতে রেলসংযোগ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এছাড়া এপ্রিলের শুরুর দিকে দ্বিতীয় ভৈরব রেলসেতুও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। রেলপথ সচিব মোঃ ফিরোজ সালাহ উদ্দিন, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেনসহ উর্ধতন কর্মকর্তারা এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন। ঢাকা থেকে পদ্মা সেতুর ওপর দিয়ে যশোর পর্যন্ত রেলপথ নির্মাণে চীনের একটি প্রতিষ্ঠানের সঙ্গে গত বছর আগস্টে চুক্তি করে রেলপথ মন্ত্রণালয়। ‘পদ্মা সেতু রেল সংযোগ’ নামের এ প্রকল্পের আওতায় ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার ব্রডগেজ রেললাইন নির্মাণ করা হবে। গত বছরের ৩ মে একনেকে অনুমোদিত ওই প্রকল্প বাস্তবায়নে ২০ বছর মেয়াদে ২৪ হাজার ৭৪৯ কোটি টাকা ঋণ দেয়ার কথা চীনের। যার জন্য সুদ গুনতে হবে ২ শতাংশ হারে। বাকি ১০ হাজার ২৪০ কোটি টাকা সরকারের নিজস্ব তহবিল থেকে আসবে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ দিয়ে কুষ্টিয়া থেকে যশোর-খুলনায় রেল যোগাযোগ আছে। পদ্মায় সেতু হলে ফরিদপুর হয়ে ট্রেন যাবে যশোরে। বহু প্রতীক্ষিত এ সেতুর মূল কাঠামোর নির্মাণ কাজ চলছে এখন। ২০১৮ সাল নাগাদ সেতুটি চলাচলের জন্য খুলে দেয়ার আশা করছে সরকার। একই সময়ে সেতুর উপর দিয়ে ট্রেন চলাচল শুরু করাও সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
×