ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সবার আগে সেমিতে মালদ্বীপের টিসি স্পোর্টস

প্রকাশিত: ০৫:২৩, ২১ ফেব্রুয়ারি ২০১৭

সবার আগে সেমিতে মালদ্বীপের টিসি স্পোর্টস

স্পোর্টস রিপোর্টার ॥ পিছিয়ে পড়ে জিতল মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাব। শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবলে তারা ২-১ গোলে হারিয়েছে কিরগিস্তানের এএফসি আলগা বিশকেককে। সোমবার চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘এ’ গ্রুপের এই ম্যাচের প্রথমার্ধের স্কোরলাইন ছিল ১-১। জিতে এই আসরের প্রথম দল হিসেবে সবার আগে সেমিফাইনালে যাওয়া নিশ্চিত করল মালদ্বীপের ক্লাবটি। ২ ম্যাচে তাদের পয়েন্ট ৬। নিজেদের প্রথম ম্যাচে তারা ১-০ গোলে হারায় বাংলাদেশের ঢাকা আবাহনীকে। পক্ষান্তরে সমান ম্যাচে ৩ পয়েন্ট আলগার। বলতে গেলে সেমিতে যাওয়ার আশা তাদের নেই বললেই চলে। নিজেদের প্রথম ম্যাচে আলগাকে ২-০ গোলে হারিয়েছিল দক্ষিণ কোরিয়ান পোচেয়ন ক্লাব। ৩৬ মিনিট বক্সের ভেতর সতীর্থর ক্রস থেকে তুরসুনা আলী রুস্তামভ হেডে গোল করেন (১-০)। এগিয়ে যায় আলগা। রক্ষণভাগের খেলোয়াড় হলেও এদিন আলগার কোচ তুরসুনকে মিডফিল্ডে খেলান। টিসি স্পোর্টস এরপর টানা দুটি গোলের সুযোগ নষ্ট করলেও তৃতীয় প্রচেষ্টায় সমতায় ফেরে। ইনজুরি সময়ে (৪৫+১) কর্নার থেকে বক্সের বাইরে টিসি স্পোর্টসের হাসান ইব্রাহিম ওয়াহিদ বাঁ পায়ের কোনাকুনি শটে গোল করে বোকা বানান আলগা গোলরক্ষককে (১-১)। ৭০ মিনিটে স্টুয়ার্ট কর্নেলিয়াস গোল করলে লিড নেয় টিসি স্পোর্টস (২-১)। আপ্রাণ চেষ্টাতেও আর সমতায় ফিরতে পারেনি আলগা। ঢাকা উইমেন্স ম্যারাথন স্পোর্টস রিপোর্টার ॥ ‘ঢাকা উইমেন্স ম্যারাথন’ আগামী ১০ মার্চ হাতিরঝিলে ‘নারীর নিরাপত্তার জন্য ক্ষমতায়ন’ সেøাগানে অনুষ্ঠিত হবে। ইভেন্টটি আয়োজন করছে এভারেস্ট একাডেমি ও ইমাগো স্পোর্টস ম্যানেজমেন্ট। এছাড়া বাংলাদেশ এ্যাথলেটিক ফেডারেশন, বাংলাদেশ পুলিশ, ফায়ার সার্ভিস, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এই ইভেন্টে সহযোগিতা করছে। ম্যারাথনে বাংলাদেশ নারী ফুটবল ও ক্রিকেট দলের সদস্য, বিভিন্ন দূতাবাসের নারী রাষ্ট্রদূত, অভিনয়শিল্পী, সেলিব্রিটি, চাকরিজীবী, গৃহিণী এবং বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা অংশগ্রহণ করতে পারবেন।
×