ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দ্বিতীয় ওয়ানডে ঘিরে অনিশ্চয়তা!

প্রকাশিত: ০৫:২২, ২১ ফেব্রুয়ারি ২০১৭

দ্বিতীয় ওয়ানডে ঘিরে অনিশ্চয়তা!

স্পোর্টস রিপোর্টার ॥ নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা সিরিজ ঘিরে চলছে প্রকৃতির বৈরী আচরণ। বৃষ্টির জন্য হ্যামিল্টনের প্রথম ওয়ানডেতে খেলা হয়েছে ৩৪ ওভার, ৪ উইকেটের নাটকীয় জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে সফরকারী প্রোটিয়ারা। তবে ভিন্ন কারণে দ্বিতীয় ওয়ানডে ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ক্রাইস্টাচার্চ শহরের কাছেই পোর্ট হিলস জুড়ে দাবানলের আগুন ছড়িয়ে পড়েছে। ম্যাচটা পরিত্যক্ত হবে, নাকি ভেন্যু স্থানান্তরÑ সোমবার এ রিপোর্ট লেখার সময়ও সেটি নিশ্চিত হওয়া যায়নি। নির্ধারিত সূচী অনুযায়ী বাংলাদেশ সময় বুধবার ভোরে এই ম্যাচ শুরু হওয়ার কথা। নিউজিল্যান্ড ক্রিকেটের এক মুখপাত্র বলেন, ‘আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং বিশেষজ্ঞদের মতামত নিচ্ছি।’ উদ্বিগ্ন অধিনায়ক কেন উইলিয়ামসনও, ‘এটা খুবই ভয়ঙ্কর একটা বিষয়। ক্রাইস্টাচর্চবাসী কঠিন সময় পার করছে। আশা করি দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আসবে।’ দাবানলের আগুন সম্প্রতি রুমূর্তি ধারণ করে। ক্রাইস্টচার্চের অনেকটা জায়গাজুড়ে তা ছড়িয়ে পড়ে। শহর কর্তৃপক্ষ জরুরী অবস্থা জারি করেছে। বাসিন্দদের অনেককে নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়া হয়েছে। সূচী অনুযায়ী ওয়ানডেটির ভেন্যু ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভাল। ধোঁয়া ছড়িয়ে পড়ায় দূষিত হয়ে পড়েছে শহরের পরিবেশ। তাই ম্যাচ নিয়ে বড় শঙ্কাই তৈরি হয়েছে। ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের তৃতীয় স্থানে নিউজিল্যান্ড, শীর্ষে দক্ষিণ আফ্রিকা। প্রথম ওয়ানডেতেই টানা ১১ জয়ে সাফল্যের অতীত রেকর্ড ছুঁয়েছে এবি ডি ভিলিয়ার্স বাহিনী। অন্যদিকে এর আগে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা পাঁচ জয়ে উজ্জীবিত কিউইরা। এই সিরিজ ঘিরে তাই ক্রিকেটপ্রেমীদের আগ্রহের কমতি নেই। ৩৪ ওভারে নেমে আসা প্রথম ম্যাচেই ছিল দারুণ উত্তেজনা। শেষ ওভারের ৬ অতিথিদের প্রয়োজন ছিল ১২ রান। টিম সাউদির দ্বিতীয় বলে তরুণ এ্যান্ডিলে ফেকুওয়ের ছক্কা (৩৭*) ও পঞ্চম বলে অধিনায়ক ডি ভিলিয়ার্সের (২৯*) দারুণ চারে ‘নাটকীয়’ জয় পায় দ. আফ্রিকা।
×