ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আন্তর্জাতিক রেটিং দাবা

জিয়া অপরাজিত চ্যাম্পিয়ন

প্রকাশিত: ০৫:২১, ২১ ফেব্রুয়ারি ২০১৭

জিয়া অপরাজিত চ্যাম্পিয়ন

স্পোর্টস রিপোর্টার ॥ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতায় শেখ রাসেল মেমোররিয়াল স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। তিনি ৯ খেলায় সাড়ে আট পয়েন্ট লাভ করেন। সাড়ে ৭ পয়েন্ট নিয়ে টাইব্রেকিং পদ্ধতিতে মধ্যে জনতা ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার সোসাইটর ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন রানারআপ, শেখ মেমোররিয়াল স্পোর্টিং ক্লাবের ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ তৃতীয় ও ভারতের নিখিল মাগিজনান চতুর্থ স্থান লাভ করেন। জাতীয় সংসদের নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্যর স্ত্রী ডালিয়া লিয়াকত প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। সভাপতিত্ব করেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সামসুল ইসলাম ভূঁইয়া। ওয়ালটন ঢাকা বক্সিং সমাপ্ত স্পোর্টস রিপোর্টার ॥ ‘ওয়ালটন ঢাকা আন্তঃবিভাগ বক্সিং প্রতিযোগিতা’ সোমবার শেষ হয়েছে। পুরুষ বিভাগে ২৫-২৯ কেজি ওজন শ্রেণীতে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার মোঃ আশিফ ও গোলাবাড়িয়া বক্সিং ক্লাবের সাহেদ মাহমুদ রাজু, ৩৫ কেজিতে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কামাল হোসেন ও সিপাহীবাগ যুব কল্যাণ সংসদের ইসনান আহম্মেদ ইয়ামি, ৪২ কেজিতে কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার মনির হোসেন ও স্যার মতিন বক্সিং ক্লাবের রিমন খান অরণ্য, ৪৫ কেজিতে খিলগাঁও প্রগতি সংঘের ইমরানুল ইসলাম ফয়সাল ও সিপাহীবাগ যুব কল্যাণ সংসদের সোহেল রানা, ৪৮ কেজিতে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার জোবায়ের হোসেন, ৫১ কেজিতে মুন্সি লাল মিয়া বক্সিং ক্লাবের মুস্তাফিজুর রহমান, ৫৪ কেজিতে টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার বিদ্যুৎ হোসেন ও তুর্য বক্সিং ক্লাবের আশরাফুল ইসলাম; মেয়েদের ৪০ কেজিতে কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার রুপা আক্তার, ৪৫ কেজিতে কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার জেসমিন আক্তার, ৫০ কেজিতে ঢাকা জেলা ক্রীড়া সংস্থার যমুনা আক্তার ও কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সঙ্গীতা রানী, ৫৫ কেজিতে কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার জান্নাত আরা নির্বাচিত হন। মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে দুই দিনব্যাপী এই প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন ওয়ালটন গ্রুপের স্পোর্টস এ্যান্ড ওয়েলফেয়ার বিভাগের প্রধান এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)।
×