ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শেষ আটে চেলসি-ম্যানইউ দ্বৈরথ

প্রকাশিত: ০৫:২০, ২১ ফেব্রুয়ারি ২০১৭

শেষ আটে চেলসি-ম্যানইউ দ্বৈরথ

স্পোর্টস রিপোর্টার ॥ ঐতিহ্যবাহী ইংলিশ এফএ কাপ ফুটবলের শেষ আটেই দেখা হয়ে যাচ্ছে দুই পরাশক্তি চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের। রবিবার রাতে শেষ ষোলোতে ম্যানইউ জয় পাওয়ায় এ দ্বৈরথ উপভোগ করতে পারবে ফুটবলবিশ্ব। সেমিফাইনাল নিশ্চিত করার মিশনে আগামী ১১ মার্চ মুখোমুখি হবে দল দুটি। ম্যাচটি হবে লন্ডনের ফুলহ্যামে। শেষ ষোলোর ম্যাচে ম্যানইউ ২-১ গোলে হারিয়েছে ব্লাকবার্ন রোভার্সকে। রেড ডেভিলসরা জয় পেয়েছে মূলত দুই বদলি ফুটবালার পল পোগবা ও জ¬াতান ইব্রাহিমোভিচের নৈপুণ্যে। বিরতির পর এ দুইজন মাঠে নামেন ম্যাচের ৬২ মিনিটে। তখন ম্যাচ ১-১ গোলে সমতাবস্থায় ছিল। এরপর ইব্রা-পোগবার নৈপুণ্যে জয়সূচক গোল পায় জোশে মরিনহোর দল। এর আগে ওলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে চেলসি। আরেক ম্যাচে হ্যারি কেনের হ্যাটট্রিকে ফুলহ্যামকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে টটেনহ্যাম হটস্পার। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে স্পার্সদের প্রতিপক্ষ লিচেস্টার সিটিকে হারিয়ে শেষ আটে ওঠা মিলওয়াল। উডপার্কে অনুষ্ঠিত ম্যাচে সাইডবেঞ্চ থেকে ওঠে এসে চেহারাই পাল্টে দেন পোগবা ও ইব্রাহিমোভিচ। শুধু তাই নয় ১-১ গোলে সমতায় থাকা ম্যাচে শেষ মুহূর্তে গোলও করেছেন পিএসজি ছেড়ে আসা সুইডিশ তারকা ইব্রাহিমোভিচ। ৭৫ মিনিটে তার দেয়া জয়সূচক গোলটিই মান বাঁচিয়েছে ইউনাইটেডের। ম্যাচের ১৭ মিনিটে ড্যানি গ্রাহামের গোলে পিছিয়ে পড়ে সফরকারী ইউনাইটেড। মারভিন এমিনেসের যোগানের বলটি ইউনাইটেডের জালে জড়িয়ে দেন ব্লাকবার্নের ড্যানি (১-০)। ২৭ মিনিটে গোলটি পরিশোধ করে ম্যাচে সমতা ফেরান ম্যানইউর মার্কাস রাশফোর্ড। চলতি মৌসুমে এটি ছিল তার ষষ্ঠ গোল। গোল পরিশোধ করার পরও ইউনাইটেডের খেলার মধ্যে খুব একটা উন্নতি চোখে পড়েনি। এ কারণে ইব্রা ও পোগবাকে মাঠে নামান কোচ মরিনহো। এতেই পাল্টে যায় খেলার চেহারা। ম্যাচের ৭৫ মিনিটে জয়সূচক গোল করেন ইব্রা। পোগবার পাস থেকে ঠা-া মাথায় প্লেসিং শটে গোলটি করেন সুইডিশ তারকা। এ নিয়ে নিজের শেষ চার ম্যাচ থেকে ৫ গোল আদায় করে নিলেন ৩৫ বছর বয়সী ইব্রা। ম্যাচ শেষে ম্যানইউ কোচ জোশে মরিনহো বলেন, আমি জানি না ইব্রাহিমোভিচ এখন পর্যন্ত কয়টি গোল করেছেন। সেটি আমি জানতেও চাই না। তবে জানতাম সে আমাদের দলের জন্য একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হবে। তার এই সহায়তা আমাদের ব্যাপক কাজে লাগছে।
×