ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাংলাদেশ ক্রিকেট লীগ

তুষারের ডবল শতকে রানের পাহাড় দক্ষিণাঞ্চলের

প্রকাশিত: ০৫:২০, ২১ ফেব্রুয়ারি ২০১৭

তুষারের ডবল শতকে রানের পাহাড় দক্ষিণাঞ্চলের

স্পোর্টস রিপোর্টার ॥ আগের দিনই বাংলাদেশের প্রথম শ্রেণীর ক্রিকেট আসরে তুষার ইমরান প্রথম বাংলাদেশী হিসেবে ৯ হাজার রানের মাইলফলক পেরিয়েছিলেন। দ্বিতীয় দিন প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের এ ব্যাটসম্যান ক্যারিয়ার সেরা ২২০ রান করে অপরাজিত থাকলেন। ৫০১ রানের বিশাল সংগ্রহ গড়ে প্রথম ইনিংসে গুটিয়ে যায় দক্ষিণাঞ্চল। চলমান বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) চতুর্থ রাউন্ডে দ্বিতীয় দিনে বিকেএসপিতে দিনশেষে ৪ উইকেটে ১০৭ রান তুলেছে উত্তরাঞ্চল তাদের প্রথম ইনিংসে। অপর ম্যাচে, ফতুল্লায় ৩২৮ রানে শেষ হয়েছে ওয়ালটন মধ্যাঞ্চলের প্রথম ইনিংস। দিনশেষে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল ১১৪ রান তুলতেই হারিয়েছেন ৬ উইকেট। এখনও তারা পিছিয়ে ২১৪ রানে। জাতীয় দলের ক্রিকেটাররা এদিনও ছিলেন নিষ্প্রভ। বিকেএসপিতে প্রথমদিন তুষারের অপরাজিত ১২৭ রানে ৩ উইকেটে ২৯২ রান তুলেছিল দক্ষিণাঞ্চল। শাহরিয়ার নাফীসের সঙ্গে তার চতুর্থ উইকেট জুটি ২১৫ রান করে থেমেছে। নাফীস ১৮৪ বলে ৭ চার ও ১ ছক্কায় ৭৪ রান করে সাজঘরে ফেরার পরও থামেননি তুষার। তিনি প্রথম শ্রেণীর ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি করেছেন। মোসাদ্দেক হোসেন সৈকত ৬৫ বলে ৩ চার ও ৫ ছক্কায় ৫৭ রানের একটি ঝড়ো ইনিংস খেললে ৫০১ রানে গিয়ে থামে দক্ষিণাঞ্চলের ইনিংস। তুষার ৩৫৯ বলে ২২ চার ও ৩ ছক্কায় ২২০ রানে অপরাজিত থাকেন। সোহরাওয়ার্দী শুভ ১০৫ রানে নেন ৪ উইকেট। জাতীয় দলের দুই পেসার শফিউল ইসলাম (১ উইকেট) ও শুভাশিষ রায় সুবিধা করতে পারেননি। দিনশেষে ফরহাদ হোসেনের ৭৩ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৫৬ রানের পরও ৪ উইকেটে ১০৭ রান তুলে বিপদে আছে উত্তরাঞ্চল। তারা পিছিয়ে ৩৯৪ রানে। ফতুল্লায় ৭ উইকেটে ২৩২ রান নিয়ে খেলতে নেমে ৩২৮ রানে দ্বিতীয় দিনে গুটিয়ে গেছে মধ্যাঞ্চলের প্রথম ইনিংস। পেসার মোহাম্মদ শরীফ ১০২ বলে ৫ চার ও ৪ ছক্কায় ৭০ রানের ইনিংস খেলাতেই এমন ভাল একটা সংগ্রহ পায় তারা। আবু জায়েদ রাহী ৭৭ রানে ৫ উইকেট শিকার করেছেন। পরে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়েছে পূর্বাঞ্চল। জাতীয় দলের লিটন দাস (১৮) ও মুমিনুল হক (২৪) দুজনেই ব্যর্থ হয়েছে। ৬ উইকেটে ১১৪ রান তুলে এখনও ২১৪ রানে পিছিয়ে পূর্বাঞ্চল। বল হাতেও দুরন্ত হয়ে ওঠা শরীফ নিয়েছেন ৪ উইকেট। স্কোর ॥ দক্ষিণাঞ্চল-উত্তরাঞ্চল ম্যাচ- বিকেএসপি ৪ ॥ দক্ষিণাঞ্চল প্রথম ইনিংস- আগের দিন ২৯২/৩; ৯০ ওভার (তুষার ১২৭*, নাফীস ৫০*) ও দ্বিতীয় দিন- ৫০১/১০; ১৪৪.৪ ওভার (তুষার ২২০*, নাফীস ৭৪, মোসাদ্দেক ৫৭; সোহরাওয়ার্দী ৪/১০৫, নাসির ২/৭৭)। উত্তরাঞ্চল প্রথম ইনিংস- ১০৭/৪; ২৯ ওভার (ফরহাদ ৫৬, শান্ত ২৪; নাহিদুল ৩/৪০)। মধ্যাঞ্চল-পূর্বাঞ্চল ম্যাচ- ফতুল্লা ॥ মধ্যাঞ্চল প্রথম ইনিংস- আগের দিন ২৩২/৭; ৮৬ ওভার (নুরুল ৬৫, শুভাগত ৪৬) ও দ্বিতীয় দিন- ৩২৮/১০; ১১৫.১ ওভার (শরীফ ৭০, মোশাররফ ২২; জায়েদ ৫/৭৭, আফিফ ২/২০, সাকলাইন ২/৬৭)। পূর্বাঞ্চল প্রথম ইনিংস- ১১৪/৬; ৩৯.৪ ওভার (ইমতিয়াজ ৩৬, মুমিনুল ২৪, লিটন ১৮; শরীফ ৪/২৪)। *দ্বিতীয় দিন শেষে
×