ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল

পোচেয়নের সঙ্গে ড্র করে টিকে থাকল ঢাকা আবাহনী

প্রকাশিত: ০৫:১৯, ২১ ফেব্রুয়ারি ২০১৭

পোচেয়নের সঙ্গে ড্র করে টিকে থাকল ঢাকা আবাহনী

স্পোর্টস রিপোর্টার ॥ এক দল জিতলে সেমিতে যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল করে তুলবে, ড্র করলেও আশা থাকবে। অপর দল জিতলে টুর্নামেন্টে টিকে থাকার রসদ পাবে, ড্র করলে বা হারলে আশা বলতে গেলে শেষ। এমন সমীকরণে শেষ পর্যন্ত ভাগ্য সহায় হলো প্রথম দলটিরই। তবে জিতে নয়, ড্র করে। ‘শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ’ ফুটবলে ‘এ’ গ্রুপে সোমবার নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় দক্ষিণ কোরিয়ার পোচেয়ন সিটিজেন ফুটবল ক্লাব বনাম ঢাকা আবাহনী লিমিটেড। চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি পর্যবসিত হয় গোলশূন্য ড্রয়ে। পোচেয়নের হোং জিং সাং ম্যাচসেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন। বাংলাদেশ প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাবের কাছে ০-১ গোলে হেরেছিল। ফলে দ্বিতীয় ম্যাচটা ছিল তাদের জন্য বাঁচামরার ম্যাচ। হারলে গ্রুপ পর্ব থেকে বিদায় আর অন্তত এক পয়েন্ট পেলে সামনে এগিয়ে যাওয়ার রাস্তা খোলা থাকবে। শেষ পর্যন্ত ড্র করে সেই রাস্তাই খোলা রাখল তারা। প্রথমার্ধে নিষ্প্রভ থাকলেও দ্বিতীয়ার্ধে মোটামুটি জ্বলে উঠেছিলেন আবাহনীর নাইজিরিয়ান ফরোয়ার্ড এমেকা ডার্লিংটন। কিন্তু প্রথম ম্যাচের মতো এ ম্যাচেও গোল খরায় ভুগলেন তিনি। সেই সঙ্গে তার দলও। দুই দলই গোল করার একাধিক সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি। খেলার ৩২ মিনিটে পোচেয়নের একটি আক্রমণ বক্সে লাফিয়ে ওঠে বিপদমুক্ত করেন আবাহনীর ডিফেন্ডার ইয়াসিন খান। ৪২ মিনিটে বল বিপদমুক্ত করতে গিয়ে বিপজ্জনক স্থানে হ্যান্ডবল করে বসেন ইয়াসিন। ডিউকের ফ্রি কিক ছিল নিশ্চিত গোল। কিন্তু ডানদিকে ডাইভ দিয়ে বল সরিয়ে দিয়ে দলকে রক্ষা করেন আবাহনীর গোলরক্ষক শহীদুল আলম সোহেল। ৪৫ মিনিটে ডানদিক থেকে ক্রস বাড়ান আবাহনীর ইংলিশ মিডফিল্ডার জোনাথন ডেভিড। বক্সে হেড নেন এমেকা। এমেকার হেড পোচেয়নের গোলরক্ষকের মাথায় বল লেগে গতিপথ বদলে চলে যায় পোস্ট ছেড়ে। আক্ষেপে পোড়ে আবাহনী। ৪৭ মিনিটে ওয়ালী ফয়সালের কর্নার বক্সে পেয়ে শট নেন জোনাথন। কিন্তু তা কাজে লাগাতে ব্যর্থ হন তিনি। ৬১ মিনিটে প্রায় মাঝমাঠ থেকে ডানপ্রান্ত দিয়ে বল নিয়ে ঢুকে বক্সে বাড়িয়ে দেন জোনাথন। পোস্টের খুব কাছেই বল পান এমেকা। পোচেয়নের রক্ষণভাগের বাধার মুখে বল বাড়িয়ে দেন সিমনকে। কিন্তু বল জালে পাঠাতে পারেননি সিমন। ৬৮ মিনিটে পোচেয়নের লি সিউংয়ের দূর থেকে শট আবাহনীর ক্রসবারের ওপরে লেগে চলে যায় মাঠের বাইরে। ৮৬ মিনিটে আবাহনীর মামুন মিয়ার ক্রস বক্সে হেড নিতে গিয়ে বলের নাগাল পাননি জুয়েল রানা। পরের মিনিটে ইমন মাহমুদের ডান পায়ের দূরপাল্লার আচমকা শট আটকে দেন পোচেয়নের গোলরক্ষক। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র করে ২ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে কাগজে কলমের হিসেবে টুর্নামেন্টে টিকে থাকে আবাহনী। অপরদিকে সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনালটা প্রায় নিশ্চিত করে ফেলে পোচেয়ন। আগের ম্যাচে তারা ২-০ গোলে হারায় কিরগিজস্তানের এএফসি আলগা বিশকেক দলকে।
×