ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পিসকোভার চোখে গ্র্যান্ডস্লাম জয়ের স্বপ্ন

প্রকাশিত: ০৫:১৮, ২১ ফেব্রুয়ারি ২০১৭

পিসকোভার চোখে গ্র্যান্ডস্লাম জয়ের স্বপ্ন

স্পোর্টস রিপোর্টার ॥ কয়েক মৌসুম ধরেই টেনিস কোর্টে আলাদা করে নজর কাড়ছেন ক্যারোলিনা পিসকোভা। তারকা সব খেলোয়াড়দের ভিড়ে গত বছর তো ইউএস ওপেনের ফাইনালেই জায়গা করে নিয়েছিলেন চেক প্রজাতন্ত্রের এই টেনিস তারকা। কিন্তু শিরোপা জয়ের লড়াইয়ে জার্মানির এ্যাঞ্জেলিক কারবারের কাছে হেরে যান তিনি। তারপরও দমে যাননি ২৩ বছরের এই টেনিস তারকা। ক্রমেই নিজেকে টেনিস বিশ্বে ফুটিয়ে তুলছেন পিসকোভা। চলতি মৌসুমে ইতোমধ্যেই যে দুটি ডব্লিউটিএ শিরোপা নিজের শোকেসে তুলে ফেলেছেন তিনি। বছরের শুরুতেই ব্রিসবেন ইন্টারন্যাশনাল টেনিস টুর্নামেন্ট জয়ের স্বাদ পান। এরপর শনিবার কাতার ওপেনেও চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন বর্তমানে টেনিস র‌্যাঙ্কিংয়ের তিন নাম্বারে থাকা এই চেক তারকা। তাও আবার ফাইনালে ড্যানিশ টেনিস তারকা ক্যারোলিন ওজনিয়াকির মতো খেলোয়াড়কে পরাজিত করে। এরপরই সংবাদ সম্মেলনে তিনি জানান, বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করার লক্ষ্য আছে তার।
×