ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুশফিকের মতামতের শতভাগ সমর্থন দেবে বিসিবি- জানালেন সাবেক এ অধিনায়ক

পরিবর্তনের আভাস দিলেন আকরাম খান

প্রকাশিত: ০৫:১৬, ২১ ফেব্রুয়ারি ২০১৭

পরিবর্তনের আভাস দিলেন আকরাম খান

স্পোর্টস রিপোর্টার ॥ গত ডিসেম্বর-জানুয়ারিতে বাংলাদেশ ক্রিকেট দলের নিউজিল্যান্ড সফরটা ছিল বিভীষিকাময়। একের পর এক ইনজুরির ধাক্কা লেগেই ছিল। সেই সঙ্গে দলও হারছিল। আসন্ন শ্রীলঙ্কা সফরে প্রতিটি পজিশনের ব্যাকআপ খেলোয়াড় নিয়ে সেভাবেই স্কোয়াড ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। উইকেটরক্ষক মুশফিকুর রহীমের বিকল্পও থাকবে। নির্বাচকরা সেভাবেই চিন্তাভাবনা করছেন এবং সে কারণে দুয়েকটি পরিবর্তনও আসতে পারে টেস্ট দলে। নিউজিল্যান্ড ও ভারতে বিশেষ করে কিপিং নিয়ে চরম সমালোচিত হয়েছেন মুশফিক। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান জানালেন মুশফিকের ওপরই এক্ষেত্রে সিদ্ধান্তের ভার দেয়া হবে। শ্রীলঙ্কা সফরের দল চূড়ান্তই করে ফেলেছেন নির্বাচকরা, এখন ঘোষণা হওয়া বাকি। আজই সেটা দেয়া হবে। এ বিষয়ে আকরাম বলেন, ‘টেস্টে দুই একটা জায়গায় পরিবর্তন আসছে। যারা লঙ্গার ভার্সনে ভাল ওদের বেশি গুরুত্ব দিচ্ছি আমরা। কিন্তু অন্য দেশের সঙ্গে তুলনা করলে আমাদের দেশে ওই রকম বিকল্প নেই। আমাদের কোন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ইনজুরিতে পড়লে তার বিকল্প নিতে আমাদের সবার জন্য কষ্ট হয়ে যায়। তবে আমরা চেষ্টা করে যাচ্ছি। প্রতিটা সফরে কিছু বেশি খেলোয়াড় নিয়ে যাচ্ছি। কারণ যেন ব্যাকআপটা থাকে। যেটার ফল আমরা নিউজিল্যান্ড ট্যুরে পেয়েছি। আমরা অনুর্ধ ১৯ ও লঙ্গার ভার্সন করা শুরু করেছি এবং আমরা সেখান থেকে নেয়ার চেষ্টা করছি। আমরা বের করার চেষ্টা করছি কারা লঙ্গার ভার্সনে ভাল আর কারা শর্টার ভার্সনে ভাল। তবে এটা নির্ভর করছে সবকিছু মিলিয়ে, শুধু রান করলেই হবে না। যে স্ট্যান্ডার্ডে খেলা হচ্ছে এখানে ফিটনেসটা অনেক গুরুত্বপূর্ণ। কারণ আপনারা দেখেন নিউজিল্যান্ডে প্রথম টেস্টে আমাদের তিনজন ইনজুরিতে পড়েছে। এ ধরনের অবস্থা কিন্তু দলকে মানসিকভাবে দুর্বল করে দেয়। আমাদের নির্বাচকরা আছে। ওরা চিন্তা ভাবনা করছে কারা ভবিষ্যত খেলোয়াড়, কারা কারেন্টলি খেলবে।’ টানা দুই সিরিজে মুশফিকের উইকেটকিপিং নিয়ে অনেক সমালোচনা হয়েছে। এবার শ্রীলঙ্কা সফরে তার বিকল্প নিয়ে বিসিবি চিন্তা করছে এমনটা আগেই বলা হয়েছিল। আকরাম এ বিষয়ে বলেন, ‘ওর মতামতটা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ দলের জন্য। যদি মনে করে ও ক্লান্ত তাহলে আমরা ভাবব। আমরা সর্বশেষ যে টেস্ট খেলেছি সেখানে পাঁচদিন পর্যন্ত বাংলাদেশ দল খুবই ভাল খেলেছে। মাঠে কিন্তু বেশি সময় মুশফিকই ছিল। ১৩০-৪০ ওভার, ১৬০ ওভার সে ফিল্ডিং করল। এসেই ১০০ করল। আবার সে ফিল্ডিং করল। এখন গুরুত্বপূর্ণ হচ্ছে ওর ভাবনাটা কি আর ও কি চাচ্ছে। আমি মনে করি আমাদের আস্থা আছে ওর ওপর। এটা ১০০ ভাগ যে ও যেটা চায় আমরা সেটাই সমর্থন করব।’ আকরাম জানালেন যাদের ফিটনেস ভাল এবং নিয়মিত ভাল করছেন সবাই বিবেচনায় আছেন। আর পেসার মুস্তাফিজুর রহমান অটোমেটিক চয়েস নির্বাচকদের। কিন্তু তার ফিটনেসের বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ। সেভাবেই দল গড়া হবে।
×