ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ছন্দে ফিরতে মরিয়া কারবার

প্রকাশিত: ০৫:১৬, ২১ ফেব্রুয়ারি ২০১৭

ছন্দে ফিরতে মরিয়া কারবার

স্পোর্টস রিপোর্টার ॥ গত বছরটা স্বপ্নের মতো কেটেছে এ্যাঞ্জেলিক কারবারের। দুটি গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট জয়ের পাশাপাশি বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও দখল করেন জার্মান টেনিসের এই প্রতিভাবান তারকা। কিন্তু গত মাসেই শীর্ষস্থান হারিয়ে ফেলেন তিনি। মৌসুমের প্রথম গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেন জিতে হারানো রাজত্বও দখল করে নেন সেরেনা উইলিয়ামস। তবে এই মুহূর্তে শীর্ষস্থান নিয়ে খুব ভাবছেন না কারবার। বরং টেনিস কোর্টে ছন্দে ফিরতে চান ২৯ বছর বয়সী এই জার্মান তারকা। গত মৌসুমে অস্ট্রেলিয়ান ওপেন জিতেই টেনিস বিশ্বের পাদপ্রদীপের আলোয় উঠে আসেন কারবার। কিন্তু এ বছর প্রথম গ্র্যান্ডসøাম টুর্নামেন্টে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি তিনি। কোকো ভেন্ডেওয়েঘের কাছে হেরে মেলবোর্নের চতুর্থ রাউন্ড থেকেই ছিটকে পড়েন কারবার। শুধু তাই নয়, গত সপ্তাহে কাতারের দোহায় অনুষ্ঠিত ডব্লিউটিএ টুর্নামেন্টেও নিষ্প্রভ ছিলেন তিনি। রাশিয়ার তরুণ খেলোয়াড় দারিয়া কাসাতকিনার কাছে হেরে টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকেই ছিটকে পড়েন কারবার। তবে কারবারের দাবি তখন শারীরিক এবং মানসিক অবস্থার দিক দিয়ে শতভাগ ফিট ছিলেন না তিনি। তার মতে, ‘গত সপ্তাহে খুব ভাল ছিলাম তা বলা যাবে না। আমার শরীর শতভাগ ভাল ছিল না। তবে এরপর আমি নিয়মিতই অনুশীলন করেছি। এই মুহূর্তে আমার কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ হলো ছন্দে ফেরা। এটাকে প্রাধান্য দিচ্ছি বেশি। এখন থেকে আবার বেশি ম্যাচ জয়ের জন্য নিজের সেরাটা দিয়ে খেলব এরপর দেখা যাক আমি শীর্ষস্থান ফিরে পাই কি না।’ এ্যাঞ্জেলিক কারবার এখন প্রস্তুত দুবাই চ্যাম্পিয়নশিপে খেলতে। এর আগেও পাঁচবার খেলেছেন তিনি এই টুর্নামেন্টে। কিন্তু কখনই তৃতীয় পর্বের বাধা পার হতে পারেননি এ্যাঞ্জেলিক কারবার। দুইবারের গ্র্যান্ডসøামজয়ী জার্মান তারকা এবার কী পারবেন অতীত ইতিহাসকে বদলাতে? টেনিসপ্রেমীদের অপেক্ষা এখন সেটাই দেখার।
×