ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ফকির আলমগীরের ৬৭তম জন্মদিন আজ

প্রকাশিত: ০৪:৫৬, ২১ ফেব্রুয়ারি ২০১৭

ফকির আলমগীরের ৬৭তম জন্মদিন আজ

বিশিষ্ট গণসঙ্গীতশিল্পী ফকির আলমগীরের ৬৭তম জন্মদিন আজ। ১৯৫০ সালের এই দিনে ফরিদপুর জেলার ভাঙ্গা থানার কালামৃধা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তিনি ক্রান্তি শিল্পীগোষ্ঠী ও গণশিল্পী গোষ্ঠীর সদস্য হিসেবে ষাটের দশকে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে এবং ’৬৯-এর গণঅভ্যুত্থানে এক বিশেষ ভূমিকা পালন করেন। ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধে শিল্পী একজন শব্দসৈনিক হিসেবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যোগ দেন। তিনি ১৯৭৬ সালে গঠন করেন ঋষিজ শিল্পীগোষ্ঠী। এই গোষ্ঠীর মাধ্যমে গণসঙ্গীতকে তিনি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেন। অন্যদিকে একজন সাংস্কৃতিক দূত হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের সংস্কৃতিকে সফলতার সঙ্গে তুলে ধরেন। চিরসবুজ এ কণ্ঠশিল্পী সঙ্গীতে বিশেষ অবদানের জন্য ‘একুশে পদক’, শেরে বাংলা পদক, ভাসানী পদক, সিকোয়েন্স এ্যাওয়ার্ড অব অর্নার, তর্কবাগীশ স্বর্ণপদক, জসীমউদ্দীন স্বর্ণপদক, গণনাট্য পুরস্কার, ত্রিপুরা সংস্কৃতি সমন্বয় পুরস্কারসহ দেশ-বিদেশের বিভিন্ন পদকে ভূষিত হন। তিনি ঋষিজ ছাড়াও গণসঙ্গীত সমন্বয় পরিষদের সভাপতি ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি এবং বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন। এ উপলক্ষে বাংলাদেশ জাতীয় জাদুঘর আগামী ২৪ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যা ৬টায় জাদুঘরের প্রধান মিলনায়তনে শিল্পীর সংবর্ধনা ও একক কনসার্টের আয়োজন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
×