ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শজিমেক হাসপাতালে ইন্টার্নিদের ধর্মঘট স্থগিত

প্রকাশিত: ০৪:১৫, ২১ ফেব্রুয়ারি ২০১৭

শজিমেক হাসপাতালে ইন্টার্নিদের ধর্মঘট স্থগিত

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে রোগীর আত্মীয়ের (এ্যাটেনডেন্টের) সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের অপ্রীতিকর ঘটনার জের ধরে ইন্টার্ন চিকিৎসকদের ডাকা ধর্মঘট সোমবার বিকেলে স্থগিত করা হয়েছে। এর আগে সকালে ইন্টার্ন চিকিৎসকরা নিরাপত্তাসহ ৭ দফা দাবিতে মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরে মানববন্ধন সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে। এদিকে ইন্টার্নদের কর্মবিরতি চলাকালে সোমবার সকালে হাসপাতালের ক্যান্সার বিভাগে এক রহস্যজনক শব্দে অনেকে শঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। ওই শব্দটি গুলির শব্দ কিনা সে বিষয়টি পুলিশ নিশ্চিত হতে না পারলেও পুলিশ জানিয়েছে পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে। রহস্যজনক ওই শব্দের পর ঘটনাস্থলে কাঁচের জানালায় ফুটো দেখতে পাওয়া যায়। রবিবার হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে আলাউদ্দিন সরকার নামে এক রোগীর সঙ্গে আসা এ্যাটেনডেন্টের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের অপ্রীতিকর ঘটনা এবং রোগীর ওই এ্যাটেনডেন্ট ইন্টার্ন চিকিৎকদের হাতে প্রহৃত হয়। এমনকি রোগীর এ্যাটেনডেন্ট আব্দুর রউফ নামে ওই ব্যক্তিকে কান ধরে ওঠবসও করান হয়। অপরদিকে ইন্টার্ন চিকিৎসকরাও তাদের লাঞ্ছিত করা হয়েছে বলে পাল্টা অভিযোগ এনে রবিবার দুপুর থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয়। এতে হাসপাতালের চিকিৎসাসেবা ব্যাহত হয়। উদ্ভূত পরিস্থিতে সোমবার দুপুরে হাসপাতালের পরিচালকে কক্ষে কলেজের অধ্যক্ষ, বিএমএ নেতৃবন্দৃসহ সিনিয়র চিকিৎসকদের সঙ্গে ধর্মঘটি ইন্টার্ন চিকিৎসকদের কয়েক দফা বৈঠক হয়। এতে হাসপাতাল ও কলেজ প্রশাসনসহ চিকিৎসক নেতৃবৃন্দ ইন্টার্ন চিকিৎসদের দাবি বাস্তুবায়নে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে ধর্মঘট স্থগিত করা হয়েছে বলে ইন্টার্ন চিকিৎসকদের মুখপাত্র ডাঃ কুতুব উদ্দিন জানিয়েছেন।
×