ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনা

মীরসরাইয়ে কাভার্ডভ্যান চাপায় তিন নারী নিহত

প্রকাশিত: ০৪:১৪, ২১ ফেব্রুয়ারি ২০১৭

মীরসরাইয়ে কাভার্ডভ্যান চাপায় তিন নারী নিহত

সংবাদদাতা, মীরসরাই, চট্টগ্রাম ॥ মহাসড়ক পারাপারের সময় কাভার্ডভ্যান চাপায় মর্মান্তিকভাবে ৩ নারী নিহত হয়। মস্তাননগর রহমানী দরবার শরীফের ওরশে যোগ দিতে এসে লাশ হলেন তিন নারী। রবিবার রাত ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাপাহাড় (মস্তাননগর বাইপাস) এলাকায় সড়ক পারাপারের সময় ঢাকাগামী কাভার্ডভ্যান ওই তিন নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু ঘটে। নিহতরা হলেন সাজেদা বেগম (৪৫), পেয়ারা বেগম (৬০) ও পেয়ারা বেগম (৪৫)। তারা ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার কাশিপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। বরিশালে পথচারী স্টাফ রিপোর্টার, বরিশাল থেকে জানান, গৌরনদী-গোপালগঞ্জ মহাসড়কের নাঠৈ এলাকায় সোমবার বিকেল সাড়ে পাঁচটায় সড়ক দুর্ঘটনায় বাবা নিহত ও ছেলে গুরুতর আহত হয়েছে। জানা গেছে, গৌরনদীর নাঠৈ বাসস্ট্যান্ডের বারেকের দোকানের সামনে ইজিবাইকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষ হয়। মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নাঠৈ গ্রামের সৈয়দ মনির হোসেন (৪০) তার দশ বছরের ছেলে সন্তান সালমান গুরুতর আহত হয়। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে গৌরনদী হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মনির হোসেনকে মৃত বলে ঘোষণা করেন। আহত সালমানকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাপসাতালে প্রেরণ করা হয়। সুন্দরগঞ্জে স্কুলশিক্ষক নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা থেকে জাননা, সুন্দরগঞ্জ উপজেলার ধুবনী মোড় এলাকায় রবিবার সন্ধ্যায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের চালক শিক্ষক ফজলুল হক (৪৮) ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে রাতে তিনি মারা যান। তিনি চণ্ডিপুর ইউনিয়নের পশ্চিম সীচা গ্রামের বাসিন্দা এবং সীচা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রী স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া থেকে জানান, সোমবার কুমিল্লা-সিলেট মহাসড়কে বেতবাড়িয়ায় যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিন জন আহত হয়। আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। অটোরিক্সার সঙ্গে কসবাগামী লোকাল বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিক্সা যাত্রী অজ্ঞাত (২০) নিহত হয়। অপর চার অটোরিক্সা যাত্রী আহত হয়। ঘটনার পরপর বাসটিকে আটক করা হলেও চালক ও হেলপাড় পালিয়ে যায়। চৌগাছায় ২০ যাত্রী আহত স্টাফ রিপোর্টার, যশোর থেকে জানান, চৌগাছা উপজেলায় যাত্রীবাহী বাস উল্টে অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে চৌগাছা-যশোর সড়কের কয়ারপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১১ জনকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত যাত্রীরা জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত বাসটি (খুলনা ব-১০৪০) যশোর থেকে চৌগাছায় যাওয়ার সময় বেপরোয়া গতির কারণে রাস্তা ছেড়ে ধানক্ষেতের মধ্যে উল্টে পড়ে। গজারিয়ায় লরি চালক স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ থেকে জানান, গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় হামিদুল ইসলাম (৩৫) নামে এক লরি চালক নিহত হয়েছেন। সোমবার সকালে গজারিয়া উপজেলার বালুয়াকান্দি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সর্দার পাম্পের সামনে ঢাকাগামী লরি (চট্ট-মেট্রো-ঢ ৮১-০২০১) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগলে চালক চাপা পড়ে মারা যায়।
×