ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সৌদি স্টক এক্সচেঞ্জে প্রথম নারী প্রধান

প্রকাশিত: ০৪:১৪, ২১ ফেব্রুয়ারি ২০১৭

সৌদি স্টক এক্সচেঞ্জে প্রথম নারী প্রধান

কদিন আগেও কর্মক্ষেত্রে নারীর প্রবেশকে যেখানে রক্ষণশীল হিসেবে দেখা হতো, সেখানে অর্থনীতির বড় চালকশক্তি পুঁজিবাজারের নেতৃত্বেও আসছে নারী। ব্লুমবার্গ বিজনেসের প্রতিবেদনে জানানো হয়, সৌদির স্টক এক্সচেঞ্জ তাদাউলের প্রধান নেতৃত্বে আসতে যাচ্ছেন সারাহ আল সুহায়মি নামের এক নারী। দেশটির ইতিহাসে এটি প্রথম কোন ঘটনা। তিনি বর্তমান চেয়ারম্যান খালিদ আল রাবিয়াহ’র স্থলাভিষিক্ত হবেন। সুহায়মি বর্তমানে সৌদি আরবের আর্থিক খাতের কোম্পানি এনসিবি ক্যাপিটালের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি সৌদির ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রথম নারী প্রধান হিসেবে খ্যাতি অর্জন করেন। -অর্থনৈতিক রিপোর্টার
×