ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নোট বাতিলের ধাক্কা সামলে উঠেছে ভারত

প্রকাশিত: ০৪:১৩, ২১ ফেব্রুয়ারি ২০১৭

নোট বাতিলের ধাক্কা সামলে উঠেছে ভারত

অর্থনৈতিক রিপোর্টার ॥ নোট বাতিলের ঘোষণার পর লোকজন দীর্ঘ লাইনে দাঁড়িয়েছেন ব্যাঙ্কের সামনে নোট জমা দিতে। ভারতে গত বছরের নবেম্বরে সরকার ৫০০ ও ১ হাজার রুপীর নোট বাতিল করার পর ১০০ দিন পার হয়ে গেছে। কালো টাকা রোধ করতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে তখন জানিয়েছিল নরেন্দ্র মোদির সরকার। একদম হঠাৎ করে এই ঘোষণার পর ভারতজুড়ে সাধারণ মানুষজনকে ব্যাপক দুর্ভোগে পড়তে হয়েছিল। বাতিল নোটের বদলে ছোট নোটের চাহিদায় ব্যাংকে বিশাল ভিড় হওয়া থেকে শুরু করে মানুষজনের হাতে কোন টাকা নেই এমনটাও তখন ঘটেছিল। এখন কী অবস্থা? পরিস্থিতি কতটা বদলেছে? এ প্রসঙ্গে বিবিসি জানাচ্ছেন, প্রথম দিকে যে অসুবিধা হচ্ছিল সে অসুবিধা অনেকটাই কেটে গেছে। আগের তুলনায় পরিস্থিতি এখন অনেকটাই স্থিতিশীল। ব্যাংকগুলো নিজেদের পছন্দমতো নোট না পেলেও গোলমাল নেই। তবে কলকাতার চিত্র এমন হলেও মফস্বল শহরের চিত্রটা অন্য ধরনের। ভারতে বিনিয়োগ বাড়ছে হু হু করে অর্থনৈতিক রিপোর্টার ॥ নোট বদলের অভিযানে ভারতের অর্থনীতিতে সাময়িক ধাক্কা লাগলেও দেশটিতে বিদেশী বিনিয়োগ হু হু করে বাড়ছে। চলতি অর্থবছরে দেশটির প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ (এফডিআই) রেকর্ড ছুঁতে যাচ্ছে। টাইমস অব ইন্ডিয়ার খবর, অর্থনৈতিক অনিশ্চয়তার মাঝে গত বছর যেখানে বিশ্বব্যাপী বিদেশী বিনিয়োগ ১৩ শতাংশ পড়েছে, সেখানে এ খাতের দ্বীপ রাষ্ট্রের মর্যাদা পেতে যাচ্ছে ভারত।
×