ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দর হারানোর শীর্ষে জেড ক্যাটাগরির প্রাধান্য

প্রকাশিত: ০৪:১২, ২১ ফেব্রুয়ারি ২০১৭

দর হারানোর শীর্ষে জেড ক্যাটাগরির প্রাধান্য

রবিবারের লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর হারানোর তালিকায় ‘জেড’ ক্যাটাগরির আধিপত্য লক্ষ্য করা গেছে। এদিন এ তালিকায় উঠে এসেছে ‘জেড’ ক্যাটাগরির ৭টি বা ৭০ শতাংশ কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হলোÑ সাভার রিফ্যাক্টরিজ, রহিমা ফুড, আরএন স্পিনিং মিলস, প্রাইম ফিন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট, বেক্সিমকো সিনথেটিক্স, আইসিবি ইসলামিক ব্যাংক ও সমতা লেদার কমপ্লেক্স। এদিন ৮.২৯ শতাংশ দর কমে দর হারানোর শীর্ষ স্থান দখল করেছে সাভার রিফ্যাক্টরিজ। এরপরে ৬.২৮ শতাংশ কমে দ্বিতীয় স্থানে রহিমা ফুড, ৫.৮৮ শতাংশ কমে তৃতীয় স্থানে আরএন স্পিনিং মিলস, ৪.৭২ শতাংশ কমে চতুর্থ স্থানে প্রাইম ফিন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট, ৪.৭১ শতাংশ কমে পঞ্চম স্থানে বেক্সিমকো সিনথেটিক্স, ৩.৬৪ শতাংশ কমে সপ্তম স্থানে আইসিবি ইসলামিক ব্যাংক ও ৩.১৬ শতাংশ কমে দশম স্থানে রয়েছে সমতা লেদার কমপ্লেক্স। -অর্থনৈতিক রিপোর্টার
×