ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভাষার টানে হিলিতে মিলবে আজ দুই বাংলা

প্রকাশিত: ০৩:৪০, ২১ ফেব্রুয়ারি ২০১৭

ভাষার টানে হিলিতে মিলবে আজ দুই বাংলা

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ মঙ্গলবার হিলি সীমান্তের শূন্য আঙিনায় সৌহার্দ্য ও সম্প্রীতির প্রয়াসে অমর একুশে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করবে ওপার বাংলা ও এপার বাংলার বাংলাভাষী মানুষেরা। এ উপলক্ষে সীমান্তের চেকপোস্টের শূন্য আঙিনায় মাতৃভাষার মঞ্চ ও অস্থায়ী শহীদ মিনার স্থাপন করা হয়েছে। প্রতিবছর হাকিমপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এবং আলোকিত সীমান্তের যৌথ আয়োজনে দিবসটির আয়োজন করা হয়। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী জানান, এদিন সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত আলোচনা সভা, কবিতা আবৃতি ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি নেয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোঃ মোস্তাফিজুর রহমান ও বিশেষ অতিথি থাকবেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক। এছাড়া উপজেলা প্রশাসন, স্থানীয় আওয়ামী লীগ,স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত থাকবেন। ঠাকুরগাঁওয়ে ধর্ষণের শিকার প্রতিবন্ধী নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২০ ফেব্রুয়ারি ॥ বালিয়াডাঙ্গী উপজেলায় প্রতিবন্ধী নারী ধর্ষিত হওয়ার পর থানায় মামলা দায়ের করা হয়েছে। জানা যায়, চাড়োল ইউনিয়নের পরদেশী পাড়া গ্রামের দেরবারু সিংহের ছেলে দুলাল চন্দ্র সিংহ একই গ্রামের মৃত ভোলানাথ সিংহ অরফে হদুলের প্রতিবন্ধী মেয়েকে সোমবার সকালে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে। এ ঘটনায় ধর্ষিতার মা গোলাপী রানী বাদী হয়ে বালিয়াডাঙ্গী থানায় মামলা দায়ের করেছেন। তিনি জানান, আমি অসহায় বিধবা নারী মানুষের বাড়িতে অথবা মাঠে কাজ করতে যাই। এ সময় দুলাল আমার প্রতিবন্ধী মেয়েকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে।
×