ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বরগুনায় যাত্রী হয়রানির প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ০৩:৩৯, ২১ ফেব্রুয়ারি ২০১৭

বরগুনায় যাত্রী হয়রানির প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, বরগুনা, ২০ ফেব্রুয়ারি ॥ বাস মালিক সমিতির স্বেচ্ছাচারী সিন্ডিকেট, অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রী হয়রানির প্রতিবাদ এবং উন্নত সড়ক ও আধুনিক বাস টার্মিনালের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে সাধারণ যাত্রীরা। সোমবার সকাল ১০টায় বরগুনার টাউন হল চত্ব¡রসহ আমতলী ও পাথরঘাটা উপজেলায় একযোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সিটিজেন জার্নালিস্ট টিম আয়োজিত এ কর্মসূচীতে অভ্যন্তরীণ বিভিন্ন রুটের ভুক্তভোগী সাধারণ যাত্রীরা অংশ নেয়। সমাবেশে বরগুনা-বেতাগী-বরিশাল, বরগুনা-আমতলী ও বরগুনা-পাথরঘাটারুটসহ অভ্যন্তরীণ রুটের সকল সড়কের বেহাল দশার কথা তুলে ধরে জরুরী ভিত্তিতে সেসব সড়কের উন্নত সংস্কারসহ আধুনিক বাস টার্মিনাল স্থাপনের দাবি জানান আয়োজক নেতৃবৃন্দ। এছাড়া সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে দ্বিগুণ ভাড়া আদায়, সাধারণ যাত্রীদের সঙ্গে স্বেচ্ছাচারী আচরণের প্রতিবাদ জানিয়ে প্রতিটি বাসে নারী যাত্রীদের জন্য নির্দিষ্ট সিট বরাদ্দেরও দাবি জানান তারা। আমতলী নিজস্ব সংবাদদাতা, আমতলী (বরগুনা) থেকে জানান, বাস মালিকদের স্বেচ্ছাচারিতা, অবৈধভাবে রুট দখল, অতিরিক্ত ভাড়া আদায়সহ জুলুম নির্যাতনের প্রতিবাদে ও সড়কগুলোতে থ্রিহুইলার চলাচলের দাবিতে সোমবার বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী বিশাল মানববন্ধন হয়েছে। আমতলী বাঁধঘাট চৌরাস্তা থেকে বটতলা পর্যন্ত মানববন্ধনে উপজেলার জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের লোকজনসহ হাজার হাজার মানুষ অংশ গ্রহণ করেন। পৌর কাউন্সিলর জাহিদুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন পৌর মেয়র মতিয়ার রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, আমতলী সদর ইউপি চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধা, আড়পাঙ্গাশিয়া ইউপি চেয়ারম্যান একেএম নুরুল হক প্রমুখ।
×