ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বনানীর যাত্রা বিরতিতে ব্ল্যাক ইঙ্কের চিত্র প্রদর্শনী ‘ভাষা’

প্রকাশিত: ০৩:৩৪, ২১ ফেব্রুয়ারি ২০১৭

বনানীর যাত্রা বিরতিতে ব্ল্যাক ইঙ্কের চিত্র প্রদর্শনী ‘ভাষা’

স্টাফ রিপোর্টার ॥ ঢাকার বনানীর ‘যাত্রা বিরতি’তে ব্ল্যাক ইঙ্কের আয়োজনে ১৯ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিত হচ্ছে ‘ভাষা’ শিরোনামের আর্ট এক্সিবিশন। এতে ১৩ জন চিত্রশিল্পীর চিত্রকর্ম স্থান পাচ্ছে। গত ৩ এবং ৪ ফেব্রুয়ারি ২০১৭-তে ‘শব্দের হাতেই জব্দ হবে পৃথিবী’ এই সেøাাগানে শুরু হয় এক্রিলিক আর্ট ক্যাম্প। শুক্রবার রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক এ্যাভিনিউতে এ আর্ট ক্যাম্পের উদ্বোধন করা হয়। ব্ল্যাক ইঙ্কের আয়োজনে ও শিল্পী তারিক জুলফিকার এবং শিল্পী ফারহানা ইয়াসমিনের সমন্বয়ে এই আর্ট ক্যাম্পে রয়েছে ক্যানভাস এবং তরুণ এবং সমসাময়িক শিল্পীদের মাঝে মাতৃভাষা ও রংতুলির মিলন। ব্ল্যাক ইঙ্কয়ের আয়োজনে এই আর্ট ক্যাম্প এবং এক্সিবিশনের শিল্পীরা হলেন ফারহানা ইয়াসমিন, আশরাফুল আলম সুইট, শাহ আজিজুর রহমান, ইসরাত জাহান কাকন, সেলিম হোসেন সাজু, সামির এ হিমেল, তারিক জুলফিকার, মাসুদুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, সারমিন সুলতানা মল্লিক, সাদিকুল ইসলাম, আমিনুল্লাহ্ বাবু, মেজবাহ উদ্দিন, তাসমিয়া আহমেদ ও বিপ্লব কর প্রমূুখ। পৃষ্ঠপোষক ও সহযোগী পৃষ্ঠপোষক ক্রস ওয়াক এবং যাত্রা বিরতি।
×