ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চ্যানেলে চ্যানেলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

প্রকাশিত: ০৩:৩৪, ২১ ফেব্রুয়ারি ২০১৭

চ্যানেলে চ্যানেলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

সংস্কৃতি ডেস্ক ॥ আজ ২১ ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাঙালীর জাতিসত্তার স্বাধিকার আদায়ের অন্যতম একটি দিন। মায়ের ভাষায় কথা বলার অধিকার প্রতিষ্ঠার দিন। বিশেষ এই দিনে দেশের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সগঠন এবং সরকারী ও বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান বিশেষ কর্মসূচী পালন করে থাকেন। বিটিভি এবং বাংলাদেশ বেতার সহ বিভিন্ন স্যাটেলাইট চ্যানেল ও এফএম রেডিওগুলো বিশেষ অনুষ্ঠান প্রচার করবে। বিশেষ দিনের চ্যানেলগুলোর বিশেষ আয়োজন নিয়ে এই প্রতিবেদন। চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন : মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে চ্যানেল আইয়ের বিশেষ আয়োজনের অংশ হিসেবে সকাল ৭-৩০ মিনিটে ভাষা শহীদদের স্মরণে বিশেষ আয়োজন ‘গানে গানে সকাল শুরু’ । এতে অংশ নেবেন- শিল্পী আবদুল জব্বার, সাদী মহম্মদ, শাহীন সামাদ, রফিকুল ইসলাম, বাংলার গান বিজয়ী শারমিন, ক্ষুদে গানরাজ স্মরণ এবং সুর দরিয়া এপার ওপার বিজয়ী মনির। চ্যানেল আই চেতনা চত্বর থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে। সকাল ৯-৩০ মিনিটে প্রচার হবে ফরিদুর রেজা সাগরের উপস্থাপনায় গ্রামীণফোন তৃতীয় মাত্রা। সকাল ১১-০৫ মিনিট ও সন্ধ্যা ৬-৩০ মিনিটে প্রচার হবে বইমেলা সরাসরি। আলাপচারিতার অনুষ্ঠান ‘তারকাকথন’ সরাসরি প্রচার হবে দুপুর ১২.৩০ মিনিটে। বেলা ১-০৫ মিনিটে প্রচার হবে এস আরমানের পরিচালনায় ‘এবং সিনেমার গান’ অনুষ্ঠানে দেখানো হবে চলচ্চিত্রে মুক্তিযুদ্ধের গান। আলতাফ মাহমুদের গান নিয়ে নির্মিত ‘আমার ছবি’র বিশেষ পর্ব দেখানো হবে দুপুর ১-৩০ মিনিটে। উপস্থাপনা করেছেন শফিউজ্জামান খান লোদী ও পরিচালনা করেছেন শামীম আলম দীপেন। শহীদুল ইসলাম খোকন নির্মিত ইমপ্রেস টেলিফিল্মের ‘বাঙলা’ প্রচার হবে বিকেল ২-৩০ মিনিট থেকে। বিদেশীদের অংশগ্রহণে ‘ক্ষুদে গানরাজ’র বিশেষ প্রচার হবে রাত ৮টায়। রাজু আলীমের পরিচালনায় বিশেষ অনুষ্ঠান ‘ভাষা আমার অহঙ্কার’ প্রচার হবে রাত ১১-৩০ মিনিটে। এনটিভির আয়োজন : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এনটিভিতে আজ ভোর ৬-১৫ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিটিভির সৌজন্যে সরাসরি সম্প্রচার করা হবে ‘একুশের প্রভাতফেরি’। সকাল ৮-৪৫ মিনিটে বাংলা চলচ্চিত্র ‘হাজার বছর ধরে’। দুপুর ১২.২০ মিনিটে রয়েছে বিশেষ নাটক ‘লাল রঙের গল্প’। এতে অভিনয় করেছেন তৌকীর আহমেদ ও বিপাশা হায়াত। দুপুর ২.৩০ মিনিটে এনটিভির স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার হবে ‘চেতনায় একুশ’। সন্ধ্যা ৬-৪৫ মিনিটে ভাষা নিয়ে ২১ পর্বের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘বর্ণমালার সঙ্গে’র চূড়ান্ত পর্ব প্রচার হবে। রাত ৯.০৫ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘উত্তরাধিকার। সারওয়ার রেজা জিমির গল্প ও চিত্রনাট্য রচনায় নাটকটি পরিচালনা করেছেন তুহিন হোসেন। রাত ১১-৩০ মিনিটে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘কতদূর এগুলো বাংলা ভাষা’। আলফ্রেড খোকনের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন মুনমুন। মাছরাঙার আয়োজন : মাছরাঙায় সকাল ৯টায় থাকছে প্রামাণ্যচিত্র ‘স্মৃতির মিনার’। সকাল ১০টায় চলচ্চিত্র ‘আলোর মিছিল’, দুপুর ১টায় প্রচার হবে আবৃত্তি অনুষ্ঠান ‘আমাদের একুশ’। তুহিন হোসেনের পরিচালনায় নাটক ‘অবরোধ’ প্রচার হবে বিকাল ৩টায়। বিকেল ৪টায় থাকছে প্রামাণ্যচিত্র ‘মাতৃভাষা’। সন্ধ্যা ৬-২০ মিনিটে নড়াইল থেকে সরাসরি সম্প্রচার হবে দীপশিখা প্রজ্বলন অনুষ্ঠান ‘একুশের দ্বীপ জ্বেলে’। সন্ধ্যা ৭-৪০ মিনিটে রয়েছে নাটক ‘শেকড়’। রাত ৯টায় প্রচার হবে প্রামাণ্যচিত্র ‘মোদের গরব মোদের ভাষা’। সঙ্গীতানুষ্ঠান ‘আমি বাংলায় গান গাই’ থাকছে রাত ১১টায়। এতে গান পরিবেশন করবেন এ প্রজন্মের সঙ্গীতশিল্পী অপু, আব-ই জান্নাত ও মিতু রানী কর্মকার। আর টিভিতে নাটক ‘আলো’ : সুজাত শিমুলের রচনা এবং আবু হায়াত মাহমুদের পরিচালনায় রাত ৮-১০ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘আলো’। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় তারিক আনাম খান, জাকিয়া বারী মম, সুজাত শিমুলসহ আরও অনেকে। দীপ্ত টিভিতে প্রামাণ্যচিত্র ‘বাংলাদেশের ভাষা’ : দীপ্ত টিভিতে আজ সন্ধ্যা ৬টায় প্রচার হবে বিশেষ প্রামাণ্যচিত্র ‘বাংলাদেশের ভাষা’। বাংলাদেশের অভ্যুদয়ের পর থেকেই রাষ্ট্রীয়ভাবে প্রতিবছর ফেব্রুয়ারি মাসের ২১ তারিখ শহীদ দিবস হিসেবে পালিত হয়ে আসছে, কারণ ১৯৫২ সালের এই দিনেই তৎকালীন পূর্ব পাকিস্তানে মাতৃভাষা বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার জন্য প্রাণ দিয়েছিল এই দেশের সূর্য সন্তানরা। সে কারণেই বাংলাদেশের প্রস্তাব অনুযায়ী ১৯৯৯ সালের পর থেকে জাতিসংঘ প্রতিবছর একুশে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করে আসছে। যেই দেশে মাতৃভাষা বাংলার স্বীকৃতির জন্য প্রাণ দিয়েছিল তরুণ প্রাণ, সেই দেশে বাংলা ছাড়া অন্যান্য ভাষাগুলোর কি অবস্থা, মাতৃভাষায় শিক্ষা পাচ্ছে কিনা ইত্যাদি বিষয় নিয়ে নির্মিত হয়েছে প্রামাণ্যচিত্র ‘বাংলাদেশের ভাষা’। গবেষণা, চিত্রনাট্য ও পরিচালনায় ব্রাত্য আমিন এবং প্রযোজনায় কাজী মিডিয়া লিমিটেড। একুশে টেলিভিশনের বিশেষ অনুষ্ঠান : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ সকাল ১০টায় প্রচার হবে সরাসরি সম্প্রচারিত বিশেষ অনুষ্ঠান ‘একুশের সকাল’। অনুষ্ঠানটিতে ভাষা আন্দোলনের স্মৃতিচারণ করবেন ভাষা সৈনিক ‘আহমেদ রফিক’। বিকেল ৩টায় প্রচার হবে চলচ্চিত্র ‘যুদ্ধ শিশু’। চলচ্চিত্রটিতে অভিনয় করেছে রাইমা সেন, ইন্দ্রনীল সেনগুপ্ত, ভেঙ্কটেসসহ আর অনেকে। বিশেষ নাটক ‘আহত বর্ণমালা’ প্রচার হবে রাত রাত ৮ায়। আবদুল হাইর রচনা এবং পংকজ ঘোষের পরিচালনায় নাটকে অভিনয় করেছেন ফারহানা মিলি, রমিজ রাজু, রিয়াজ, কাজী মুন টুটুলসহ আরও অনেকে। এ প্রজন্মের শিল্পীদের কণ্ঠে পরিবেশিত বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘ভালোবাসায় একুশ’ প্রচার হবে রাত ৯টা ৩০ মিনিটে। আসাদুজ্জামান আসাদের প্রযোজনায় অনুষ্ঠানটিতে সঙ্গীত পরিবেশন করেছেন এ প্রজন্মের জনপ্রিয় শিল্পী লিজা, পুতুল সাব্বির এবং অপু। এসএ টিভিতে প্রামাণ্য অনুষ্ঠান ‘আ-মরি বাংলা ভাষা’ : আজ রাত ১১টায় প্রচার হবে বিশেষ প্রামাণ্য অনুষ্ঠান আ-মরি বাংলা ভাষা। অনুষ্ঠানটির প্রযোজনায় শাহীন মাহ্মুদ। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মেডিক্যাল কলেজের ছাত্রছাত্রীরা দশজন দশজন করে রাস্তায় বের হয়ে সরকার ঘোষিত ১৪৪ ধারা ভাঙ্গার সিদ্ধান্ত নেয় এবং সে’ অনুযায়ী বের হয়ে আসে, এ সময় পুলিশ তাদের গ্রেফতার করে। একপর্যায়ে যখন ছাত্রীদের দলটা পুলিশের ব্যারিকেড ভেঙ্গে বেরিয়ে আসে তখনই পুলিশ গুলি ছোড়ে! সেই ছাত্রীদের দলের অগ্রভাগে যিনি নেতৃত্বে ছিলেন সেই ভাষাসৈনিক রওশন আরা বাচ্চুর বর্ণনায়-স্মৃতিচারণে উঠে আসবে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির সেই দিনের সেই রক্তাক্ত ইতিহাস। অনুষ্ঠানের প্রথম অংশে- ৫২ সালের ২১ ফেব্রুয়ারির সেই অগ্নিঝরা দিনের বর্ণনা সঙ্গে ফুটেজ এবং স্থিরচিত্র, দ্বিতীয় অংশে- প্রথম শহীদ মিনারের বিবরণ একুশের প্রথম কবিতার বিবরণ এবং আবৃত্তি। কবিতা আবৃত্তি করবেন জয়ন্ত চট্টোপাধ্যায় এবং তৃতীয় অংশে একুশের প্রথম গানের বিবরণ এবং দলীয় নৃত্যের সঙ্গে গানটির পরিবেশনা। দেশ টিভিতে তুমি আজ জাগো একুশে : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অমর একুশে উপলক্ষে দেশ টিভি আয়োজন করেছে বিশষ অনুষ্ঠান ‘তুমি আজ জাগো একুশে’। অনুষ্ঠানটির প্রথম খ-ে নাট্যজন রামেন্দু মজুমদারের নেতৃত্বে পঠিত হবে শহীদ মুনির চৌধুরীর কালজয়ী নাটক ‘কবর’। দ্বিতীয় খ-ে একুশের গান পরিবেশন করবেন কণ্ঠশিল্পী ফেরদৌস আরা। বুলবুল ইসলামের প্রযোজনায় অনুষ্ঠানটি সরাসরি প্রচারিত হবে আজ রাত ৯-৪৫ মিনিটে।
×