ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ের পাঁচ গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান

প্রকাশিত: ০৩:৩২, ২০ ফেব্রুয়ারি ২০১৭

ঠাকুরগাঁওয়ের পাঁচ গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ শিল্প ও সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে জেলা পর্যায়ে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ তৃতীয়বারের মতো ঠাকুরগাঁওয়ের পাঁচ গুণী ব্যক্তিকে রবিবার রাতে আনুষ্ঠানিক ভাবে সম্মাননা ২০১৫ প্রদান করেছে জেলা শিল্পকলা একাডেমী। এবছর যাদের সম্মাননা প্রদান করা হয়েছে তাঁরা হলেন, নাট্যকলায় শহরের আশ্রমপাড়ার বাসিন্দা আকবর হোসেন, নৃত্যকলায় শহরের গোধুলী বাজার এলাকার ছবি সেন গুপ্তা, কণ্ঠ সঙ্গীতে পীরগঞ্জ উপজেলার মুন্সিপাড়ার আবুল হোসেন, লোকসংস্কৃতিতে পীরগঞ্জ উপজেলার কোষাবিল পাড়ার শোরু বালা রায় ওরফে টেপরী মাতাজি ও চারুকলায় সদর উপজেলার রাজারামপুর গ্রামের নরেশ চন্দ্র মালাকার। এদের প্রত্যেককে সনদপত্র, ক্রেস্ট, নগদ অর্থ, উত্তরীয় ও ফুলের ডালী। এ উপলক্ষ্যে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পানি সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এম,পি। জেলা প্রশাসক আব্দুল আওয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাদেক কুরাইশী। পরে অনুষ্ঠানে মনোজ্ঞ লোক সঙ্গীত পরিবেশিত হয়। এসময় অসংখ্য দর্শক অনুষ্ঠান উপভোগ করেন।
×