ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক গ্রেফতার

প্রকাশিত: ০২:১০, ২০ ফেব্রুয়ারি ২০১৭

জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর॥ মাদারীপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের একটি গ্রেফতারী পরোয়ানা টেম্পারিং করে জালিয়াতি ও প্রতারণার আশ্রয় নিয়ে এক আসামীকে গ্রেফতার করানোর অভিযোগে মাদারীপুর জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট জাফর আলী মিয়া ও এক আইনজীবী সহকারীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে মাদারীপুর নতুন শহরের বাকেরপাড় নিজের বাসা থেকে বিএনপি নেতাকে এবং রাজৈর থেকে আইনজীবী সহকারীকে গ্রেফতার করা হয়। মাদারীপুর সদর থানার সেকেন্ড অফিসার (এসআই) মো. ফায়েকুজ্জামান জানান, সদর উপজেলার চরলক্ষ্মীপুর গ্রামের নজরুল হাওলাদারকে একটি মামলায় গ্রেফতারী পরোয়ানা জারি করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত। কিন্তু নজরুল হাওলাদারের পরিবর্তে সেটা টেম্পারিং করে (মুছে) সেখানে নজরুল ইসলাম লেখা হয়। পরে গ্রেফতারী পরোয়ানাটি ঢাকার বিমানবন্দর থানায় পাঠিয়ে দেয়। গ্রেফতারী পরোয়ানা হাতে পেয়ে কুয়েক প্রবাসী ওই নজরুল ইসলামকে গ্রেফতার করে বিমানবন্দর থানা পুলিশ। পরে জালিয়াতির বিষয়টি জানাজানি হলে এ্যাডভোকেট জাফর আলী মিয়া ও তাকে সহযোগিতা করায় আইনজীবী সহকারী সুশীল গোলদারকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় সদর থানার এসআই মো. রফিকুজ্জামান বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। সোমবার বিকেলে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
×