ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নাইক্ষ্যংছড়িতে রাবার বাগান মালিক অপহরণ, মুক্তিপণ দাবী

প্রকাশিত: ০১:৫৭, ২০ ফেব্রুয়ারি ২০১৭

নাইক্ষ্যংছড়িতে রাবার বাগান মালিক অপহরণ, মুক্তিপণ দাবী

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ রামুর পার্শ্ববতী উপজেলা পার্বত্য নাইক্ষ্যংছড়ির বাইশারীতে আলীক্ষ্যং এলাকার বাসিন্দা লাল মিয়ার পুত্র রাবার বাগান মালিক আবুল বাশারকে অস্ত্রের মুখে অপহরণ করে তিন লাখ টাকা মুক্তিপণ দাবী করছে সন্ত্রাসীরা। সোমবার ভোরে আলীক্ষ্যং মিরঝিরি এলাকার বসতগৃহ থেকে তাকে অপহরণ করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, ৫-৬ জন অস্ত্রধারী সন্ত্রাসী রাবার বাগান মালিক আবুল বাশারকে অস্ত্রের মুখে অপহরণ করে মুঠোফোনে অপহৃতের ভাইয়ের কাছে মুক্তিপণ দাবী করছে। খবর পেয়ে বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আবু মুছার নেতৃত্বে একদল পুলিশ অপহৃতকে উদ্ধারকল্পে অভিযান চালিয়ে যাচ্ছে। তার বড় ভাই বাদল বলেন, আমার ভাইকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার সময় মুখোশ পরা ৫-৬ জন সন্ত্রাসী ছিল। সদ্য জামিনে মুক্ত জামায়াত নেতা বহিস্কৃত উপজেলা চেয়ারম্যান তোফায়েলের ইন্ধনে অস্ত্রধারী আরাকান বিদ্রোহী গ্রুপের (আরএসও) ক্যাডাররা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছেন স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম সরওয়ার কামাল বলেন, অপহৃত ব্যক্তিকে উদ্ধার ও সন্ত্রাসীদের ধরতে বিভিন্ন ভাবে তৎপরতা অব্যাহত রয়েছে।
×