ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচক ৫ হাজার ৬শ পয়েন্ট ছাড়াল

প্রকাশিত: ০০:৩৫, ২০ ফেব্রুয়ারি ২০১৭

পুঁজিবাজারে সূচক ৫ হাজার ৬শ পয়েন্ট ছাড়াল

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। ব্যাংক খাতের ভর করে প্রধান বাজারের সার্বিক সূচকটি ফের ৫ হাজার ৬শ পয়েন্ট ছাড়াল। ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেনও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচক বাড়লেও লেনদেন কমেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইতে এক হাজার ২৯৭ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ৬৫ কোটি ৩ লাখ টাকা বেশি। রবিবার ডিএসইতে এক হাজার ২৩২ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। আইডিএলসি ইনভেস্টমেন্টের বাজার পর্যালোচনায় বলা হয়েছে, ১৭ কার্যদিবস পরে প্রধান বাজারের সার্বিক সূচক আবারো ৫ হাজার ৬শ পয়েন্ট ছাড়াল। দিনটিতে ৯৯টি কোম্পানির দর বাড়লেও কমেছে মোট ১৩০টি কোম্পানির। তবে বড় মূলধনী কোম্পানির দর বেড়েছে দশমিক ৩০ শতাংশ ও মাঝারি মূলধনের কোম্পানির দর বেড়েছে দশমিক ৪০ শতাংশ। তবে সার্বিক খাতগুলো মধ্যে ব্যাংকের দর বেড়েছে ১.৪০ শতাংশ। অন্যদিকে ব্যাংক বর্হিভূত আর্থিক খাতের দর কমেছে ১ শতাংশ। দিনটিতে আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ৫.৩০ শতাংশ। ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩৩০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৫টির, কমেছে ১৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬০৪ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩১৩ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ২৫ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : বারাকা পাওয়ার, লঙ্কা বাংলা ফাইনান্স, ইসলামী ব্যাংক, সেন্ট্রাল ফার্মা, এ্যাপোলো ইস্পাত, ইফাদ অটোস, ইস্টার্ন হাউজিং, শাহজিবাজার পাওয়ার, আমান ফিড ও এএফসি অ্যাগ্রো। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ৬৩ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৬৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৩৮৪ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০৩টির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : ইসলামী ব্যাংক, বারাকা পাওয়ার, শাহজিবাজার পাওয়ার, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, প্যাসিফিক ডেনিম, সাইফ পাওয়ার টেক, একটিভ ফাইন, লাফার্জ সুরমা সিমেন্ট, জেনারেশন নেক্সট ফ্যাশন।
×